হোম অন্যান্যসারাদেশ জমকালো আয়োজনে ঝিকরগাছার নায়ড়ায় ৮ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

তাজমুল, ঝিকরগাছা :

মাদককে না বলুন, খেলাধূলাকে হ্যা বলুন।

যশোরের ঝিকরগাছার শংকরপুর ইউনিয়নের নায়ড়া তালতলা স্টেডিয়ামে আট দলীয় ফুটবল খেলার কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ফাইনাল খেলায় মেম্বার পদপ্রার্থী কাজল ইসলাম এর ভাটা একাদশ বনাম মাঠপাটি একাদশের মধ্যকার খেলায় ভাটা একাদশ ২-১ গোলে মাটপাটি একাদশকে পরাজিত করে টানা দ্বিতীয় বারের মতো শিরোপা নিজেদের করে নেন।

উক্ত খেলাটি পরিচালনা করেন খোঃ চয়ন।

এসময় ভাটা একাদশের টিম ম্যানেজার মোঃ কাজল ইসলাম বলেন, মাদকের ভয়ানক ছোবল থেকে যুবসমাজকে ফিরিয়ে আনতে হলে খেলাধূলার উপর আমাদের সকলকে জোর দিতে হবে। সুতরাং আগামীতে আমরা গ্রামবাসি সকলের প্রচেষ্টায় ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাধূলার আয়োজন করে যুবসমাজকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন