তানভীর আনজুম, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের ৬ টি অনুষদ ও ১টি ইনস্টিটিউটের কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে (নীচ তলা) নীলদলের সভাপতি অধ্যাপক ড. মোঃ নূরে আলম আব্দুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়েছে।
সাধারণ সভায় কলা অনুষদ সহ বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, আইন, লাইফ এন্ড আর্থ সায়েন্স, বিজনেস স্টাডিজ অনুষদ ও ইনস্টিটিউট কমিটি ঘোষণা করা হয়েছে।
কলা অনুষদের কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন জবি দর্শন বিভাগের অধ্যাপক ড. জি. এম. তারিকুল ইসলাম, সদস্য-সচিব ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান, বিভাগীয় প্রতিনিধি হিসেবে সদস্যরা হলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাত আরা সোহেলী, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জনাব মুহাম্মাদ আব্দুল মান্নান হাওলাদার, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ আকরামুজ্জামান, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক জনাব এ. জি. এম. সাদিদ জাহান, সংগীত বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ মাহমুদুল হাসান, নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব কৃপাকণা তালুকদার, চারুকলা বিভাগের প্রভাষক জনাব মোঃ রাসেল রানা, বাংলা বিভাগের প্রভাষক জনাব সানজীদা মাসুদ, বাংলা বিভাগের প্রভাষক জনাব সোনিয়া পারভীন।
সামাজিক বিজ্ঞান অনুষদ কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন জবি নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাওলী মাহবুব, সদস্য-সচিব লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জনাব নুমান মাহফুজ। বিভাগীয় প্রতিনিধি হিসেবে সদস্যরা হলেন সমাজবিজ্ঞান বিভাগ অধ্যাপক ড. আয়েশা সিদ্দিকা ডেইজী, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক জনাব মিফতাহুল বারী, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক জনাব পার্থ সারথী মোহন্ত, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জনবা মোঃ জিল্লুর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ প্রভাষক জনাব শেখ আবু রাইহান সিদ্দিকী।
আইন অনুষদ কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন জবি আইন বিভাগের সহযোগী অধ্যাপক জনাব খায়ের মাহমুদ, সদস্য-সচিব উক্ত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম বিভাগীয় প্রতিনিধি হিসেবে সদস্যরা হলেন উক্ত বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ মোফাজ্জল হোসেন, ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের প্রভাষক জনাব হামিদা সুলতানা স্মৃতি।
বিজ্ঞান অনুষদ কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন জবি রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সামাদ, সদস্য-সচিব পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক জনাব শাহানাজ পারভীন, বিভাগীয় প্রতিনিধি হিসেবে সদস্যরা হলেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাস, গণিত বিভাগের অধ্যাপক ড. শরাবন তোহুরা, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জনাব আনিশা আখতার।
লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদ কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন জবি অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আরিফউল ইসলাম, সদস্য-সচিব প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনির্বাণ সরকার, বিভাগীয় প্রতিনিধি হিসেবে সদস্যরা হলেন ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. এ. জেড. এম. রুহুল মোমেন, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিগার সুলতানা, ভূগোল ও পরিবেশ বিভাগ সহযোগী অধ্যাপক ড. শবনম শারমিন লুনা, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম,মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোঃ শাহীন মোল্লা, ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক জনাব নিউটন হাওলাদার, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ মেহেদী হাসান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জনাব আল-হাকিম।
বিজনেস স্টাডিজ অনুষদ কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন জবি মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. জহির উদ্দিন আরিফ, সদস্য-সচিব ফিন্যান্স বিভাগ সহকারী অধ্যাপক জনাব আয়েশা আক্তার, বিভাগীয় প্রতিনিধি হিসেবে সদস্যরা হলেন মার্কেটিং বিভাগ সহযোগী অধ্যাপক জনাব সাবরিন সুলতানা, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ ফারিজুল ইসলাম, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহকারী অধ্যাপক জনাব রাবিতা সাবাহ, ফিন্যান্স বিভাগ সহকারী অধ্যাপক জনাব সোনিয়া মুনমুন।
ইনস্টিটিউট কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন জবি আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার, সদস্য-সচিব শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রভাষক জনাব মোঃ শাহনেওয়াজ খান চন্দন, বিভাগীয় প্রতিনিধি হিসেবে সদস্য হয়েছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট প্রভাষক জনাব মোঃ মতিয়ার রহমান।