নিজস্ব প্রতিনিধি :
যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে সাতক্ষীরা করোনা আক্রান্ত শবদেহ অন্ত্যেষ্টিক্রিয়া কমিটিকে প্রতিরক্ষা সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে। সাতক্ষীরা জেলার মাননীয় জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের হাত থেকে পিপিই, মাস্ক, হেড ক্যাপ ও হ্যান্ড গ্লোভস গ্রহণ করেন সাতক্ষীরা করোনা আক্রান্ত শবদেহ অন্ত্যেষ্টিক্রিয়া কমিটির আহবায়ক স্বপন কুমার শীল এবং সদস্য সচিব নিত্যানন্দ আমিন।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার মেডিসিন বিশেষজ্ঞ সমাজ সেবক মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত কুমার ঘোষ ও ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্টস ফ্রম সাতক্ষীরার আহবায়ক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ। সাতক্ষীরা করোনা আক্রান্ত শবদেহ অন্ত্যেষ্টিক্রিয়া কমিটির-সদস্যরা হলেন বিশ্বনাথ চৌধুরী, রামকৃষ্ণ বিশ্বাস, কানাইলাল সাহা, অরুণ কুমার দাস ও সৌরভ পাল।
জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন নিঃসন্দেহে এ ধরনের সমাজসেবামূলক কাজ প্রশংসার দাবী রাখে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য দক্ষ নেতৃত্ব সবাই কাঁধে কাঁধ মিলিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে।
মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত কুমার ঘোষ বলেন, এভাবেই সবাই মিলে আমাদের বাংলাদেশকে গড়তে হবে মহান মুক্তিযুদ্ধের চেতনায়।
সাতক্ষীরা করোনা আক্রান্ত শবদেহ অন্ত্যেষ্টিক্রিয়া কমিটির আহবায়ক স্বপন কুমার শীল এরকম আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানান।
ডা. সুব্রত ঘোষ বলেন, এধরনের সমাজ সেবামূলক কার্যক্রমে সবাইকে আরো বেশি সম্পৃক্ত হতে হবে।