হোম বিনোদন জন্মদিনে মরণোত্তর দেহদান স্পর্শিয়ার

বিনোদন ডেস্ক:

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী স্পর্শিয়া। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন আর পথশিশুদের নিয়েও কাজ করেন তিনি। শুক্রবার (৮ ডিসেম্বর) এ অভিনেত্রীর জন্মদিন।

বিশেষ এই দিনে বিশেষ ঘোষণা করলেন স্পর্শিয়া। আনুষ্ঠানিকভাবে এদিনই তিনি ‘মরণোত্তর দেহদান’ করার ঘোষণা দিলেন।

দেহদানের বিষয়ে স্পর্শিয়া বলেন, আমার শরীরটুকু মৃত্যুর পরেও যেন কাজে লাগে, সেটা খুব করে চাই। আমার হার্ট যদি ভালো থাকে সেটা স্থানান্তর হবে অন্য শরীরে, যার মাধ্যমে বেঁচে থাকবে আরেকটা জীবন। এসব ভাবতেও ভালো লাগে। শুধু হার্ট নয়, আমার শরীরের যেসব অঙ্গপ্রত্যঙ্গ ঠিক থাকবে সবই যেন কাজে লাগে মানুষ ও চিকিৎসা বিজ্ঞানের প্রসারে; এটা আমি মনেপ্রাণে চাই। এমনকি আমার কঙ্কালও যেন ব্যবহার করা হয় সেটাও আমি চাই।

জানা গেছে, ইতিমধ্যে এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে স্পর্শিয়া চূড়ান্ত আলাপ করেছেন।

অভিনেত্রী আরও বলেন, আমার কারণে যদি আরেকজন মানুষ বেঁচে থাকে, তাতে তো আমার ক্ষতি নেই। মানবিকতাবোধ যদি আমাদের মতো শিল্পীদের মধ্যে না থাকে তাহলে সাধারণ মানুষ কী শিখবে? আমার এই সিদ্ধান্ত বা ঘোষণার ফলে যদি সাধারণ মানুষ দেহদানে অনুপ্রেরণা পায়, সেটাও আমার সার্থকতা।’

অর্চিতা স্পর্শিয়া ২০১১ সালে শোবিজে পা রাখেন। ক্যারিয়ারের একযুগে অজস্র বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্রে কাজ করেছেন।

শাকিব খানের সঙ্গে ‘নবাব এলএলবি’, আসাদুজ্জামান আবীরের সঙ্গে ‘কাঠবিড়ালী’, তারিক আনাম খানের সঙ্গে ‘আবার বসন্ত’সহ একাধিক চলচ্চিত্রে কাজ করে প্রশংসিত হয়েছেন অভিনেত্রী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন