হোম জাতীয় ‘জনসমর্থন না থাকলেও জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছেন’

জাতীয় ডেস্ক :

সমাজের সব শ্রেণি-পেশার মানুষ এখন নির্বাচনে অংশ নিচ্ছেন এবং জনসমর্থন না থাকলেও জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

রোববার (১০ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহবুব তালুকদার বলেন, গত ৭ অক্টোবর চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নং চকবাজার ওয়ার্ডের উপনির্বাচনে জামানত হারিয়েও এক প্রার্থী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

তিনি জানান, নির্দিষ্ট সংখ্যক ভোট না পাওয়ায় ২১ জন প্রার্থীর সবাই জামানত হারিয়েছেন ওই উপনির্বাচনে। এটাকে বিশ্বে নজিরবিহীন ঘটনা বলে উল্লেখ করেন নির্বাচন কমিশনার। বলেন, নির্বাচিত ওই কাউন্সিলরও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য একাধিক মামলায় দুই বছরের বেশি সময় ধরে জেলে আছেন।

লিখিত বক্তব্যে মাহবুব তালুকদার আরও বলেন, নির্বাচন কমিশন গঠন, নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচন ব্যবস্থাপনা সম্পর্কে সমঝোতা না হলে দেশব্যাপী অরাজকতা ও প্রাণহানির আশঙ্কা আছে। যা কোনোভাবেই কাম্য নয়।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ৫০ বছরেও সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন নিয়োগের আইন করা হয়নি। এটা বাধ্যতামূলক হলেও সব ক্ষমতাসীন সরকার তা লঙ্ঘন করেছে।

তিনি বলেন, সার্বজনীন ভোটাধিকার প্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন ও গণতন্ত্রের প্রতি আস্থা থাকলে এই আইন করা অনস্বীকার্য। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সব দলের সমঝোতা ছাড়া এমন আইন করা সম্ভব নয় বলেও মনে করেন মাহবুব তালুকদার।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতার পূর্বশর্ত ছিল গণতন্ত্র। সংবিধানের চারটি মূলনীতিতেই গণতন্ত্র সন্নিবেশিত হয়েছে।

তিনি প্রশ্ন রাখেন, স্বাধীনতার ৫ দশক পরও আমরা যদি অন্ধকার ঘরে একটি কালো বিড়ালের মতো গণতন্ত্রকে খুঁজে ফিরি, এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে? তার আরেক প্রশ্ন, একজন ভোটার বাড়ি থেকে বেরিয়ে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ইচ্ছামতো ভোট প্রদান করে নিরাপদে বাড়ি ফিরে আসবে। বাংলাদেশ রাষ্ট্র কি এই আকাঙ্ক্ষাটুকু পূরণ করতে পারবে না?

সম্পর্কিত পোস্ট

মতামত দিন