হোম রাজনীতি জনসভায় ট্রাক প্রতীকে ভোট চাইলেন কাদের সিদ্দিকী

রাজনীতি ডেস্ক:

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীর ট্রাক প্রতীকে ভোট চাইলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। তিনি টাঙ্গাইল-৭ (সখীপুর-বাসাইল) আসন থেকে গামছা প্রতীক (দলীয় প্রতীক) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লায় বড় ভাই লতিফ সিদ্দিকীর নির্বাচনী জনসভায় ট্রাক প্রতীকে তিনি ভোট চান।

এ সময় কাদের সিদ্দিকী বলেন, এই গণতান্ত্রিক যুদ্ধে লতিফ সিদ্দিকীর ট্রাক মার্কার বিজয়ের মধ্য দিয়ে শুরু হবে আবার নতুন ইতিহাস। আপনারা ভোটাররা নির্বিঘ্নে ভোট দেবেন। ভোট যদি কেউ চুরি করতে আসেন, সেটা ফেরানোর দায়িত্ব আমার। আমি ফেরাবো।

জনসভায় স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকী বলেন, আমাকে নির্বাচনে দাঁড়াতে হয়েছে। এই দাঁড়ানোর পেছনে আমার গুণীজনরাই দায়ী। এই নির্বাচন যদি হারি তাহলে বঙ্গবীর কাদের সিদ্দিকী হারবে এবং জনতা হারবে, আমি হারবো না। আমার ৬৫ বছরের রাজনীতিকে কিছু ষড়যন্ত্রকারী কলঙ্কিত করে দিয়েছিল।

এ সময় উপস্থিত ছিলেন, ছোট ভাই কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় সদস্য মনসুর আহমেদ আজাদ সিদ্দিকীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশকে কেন্দ্র করে দুপুর গড়িয়ে বিকেল হতেই কানায় কানায় পরিপূর্ণ হয় জনসভার মাঠ। বিভিন্ন এলাকা থেকে ব্যানার ফেস্টুন পোস্টারসহ হাজার হাজার কর্মী সমর্থকরা সমাবেশ স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন