আন্তর্জাতিক ডেস্ক :
জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা গ্রহণকারীদের জন্য সবচেয়ে ভালো বুস্টার হবে ফাইজার-বায়োএনটেক কিংবা মডার্না। বুধবার (১৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট এমন তথ্য দিয়েছে।
ক্যালিফোর্নিয়ার লা জোল্লার স্ক্রিপস রিসার্চের গবেষণা বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট ডা. ইরিক টোপোল বলেন, লোকজন এমন একটি গবেষণার জন্যই অপেক্ষা করছিলেন। এতে অনেক নতুন তথ্য পাওয়া গেছে। এর আগে জনসন অ্যান্ড জনসনের টিকার জন্য কোনো এমআরএনএ বুস্টার ছিল না।-খবর রয়টার্সের
গবেষণায় প্রায় ৫০০ লোক অংশগ্রহণ করেছেন। এতে দেখা গেছে, জনসন অ্যান্ড জনসনের একটি ডোজ নেওয়ার পর কেউ এমআরএনএ টিকার কোনো একটি গ্রহণ করলে তাতে জোরালো রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। অর্থাৎ দুটি জনসন অ্যান্ড জনসনের টিকার চেয়ে ফাইজার কিংবা মডার্নার বুস্টার নিলে তাতে প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় বেশি।
যারা ফাইজার কিংবা মডার্নার দুটি ডোজ নিয়েছেন, তারপর এমআরএনএ টিকার যে কোনো একটি নিলেই তা কার্যকর হয়। মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকার সম্ভাব্য বুস্টার নিয়ে আলোচনা করতে মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসনের (এফডিএ) উপদেষ্টা কমিটি বৈঠকে বসার সময় নতুন এই গবেষণার ফল এসেছে।
গেল ২৪ সেপ্টেম্বর ফাইজারের বুস্টারের অনুমোদন দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের তথ্য শুক্রবার এফডিএ’র কাছে উপস্থাপনের কথা রয়েছে।
যারা জনসন ও জনসনের টিকা নিয়েছেন, তাদের জন্য একই কোম্পানির বুস্টার ডোজ দেওয়ার সম্ভাবনা নিয়ে ভোট হওয়ার কথা রয়েছে। ডা. ইরিক টোপোল জানান, যদি আপনি এই তথ্যের দিকে তাকান, তবে সত্যিকার অর্থে আপনি একটি এমআরএনএ টিকা নিতে চাইবেন। এতে জনসন অ্যান্ড জনসনের টিকাকে এমআরএনএ’র দুই ডোজের টিকায় রূপান্তরিত করে ফেলে।
গবেষণায় অংশগ্রহণ করা স্বেচ্ছাসেবীদের তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। একদলকে দুই ডোজের ফাইজারের টিকা দেওয়া হয়েছে। আরেক দলকে দেওয়া হয়েছে মডার্না। আর তৃতীয় দল পেয়েছেন জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা।
এরপর প্রতিটি গ্রুপকে আবার তিনটি করে ছোট গ্রুপে ভাগ করা হয়েছে। একদল তাদের বুস্টার পেয়েছেন ফাইজার, আরেকদল মডার্না ও তৃতীয় দলকে দেওয়া হয়েছে জনসন।
যারা ফাইজার ও মর্ডানার টিকা নেওয়ার পর ফাইজার ও মডার্নাকে বুস্টার হিসেবে পেয়েছেন, তাদের প্রতিরোধ ক্ষমতা একই। কিন্তু জনসনের টিকা নেওয়ার পর যারা বুস্টার হিসেবে একই টিকা পেয়েছেন, তাদের অ্যান্টিবডির সংখ্যা কম দেখা গেছে।
