আন্তর্জাতিক ডেস্ক :
সিজেডএন বুরাক নামে বিশ্বব্যাপী পরিচিত সেলিব্রেটি শেফ ওজদেমির বুরাক হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৮ মে) তিনি তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ তথ্য জানান।
ভারতীয় সংবাদ মাধ্যম সিয়াসাত ডেইলির প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
বুরাকের ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, তিনি একটি অস্ত্রোপচারের নীল গাউন এবং মাথায় টুপি পরে হাসপাতালের বিছানায় বসে আছেন।
ছবির কমেন্ট বক্সে বুরাকের ভক্তরা উদ্বেগ প্রকাশ করে এ সেলিব্রেটি শেফের দ্রুত সুস্থতা কামনা করেন।
তবে তার কী হয়েছে এ সম্পর্কে তিনি কোনো তথ্য উল্লেখ করেননি।
কয়েকটি বিদেশি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই তারকা শেফ ব্রেন টিউমারে ভুগছেন।
উল্লেখ্য, সিজেডএন বুরাক তুর্কি এবং সিরিয়ার বিভিন্ন উপাদেয় খাবার নিজের স্বতন্ত্র পদ্ধতিতে রান্না করার জন্য জনপ্রিয়তা অর্জন করেন। তিনি কেবল ক্যামেরার দিকে তাকিয়ে খাবার তৈরি করার জন্য পরিচিত।
