ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :
ঝিকরগাছা উপজেলার ১০ নং শংকরপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সংগ্রামী যুগ্ন আহবায়ক, শংকরপুর ইউনিয়ন যুব সমাজের আইকন, হাজারো যুবকের হৃদয়ের স্পন্দন, হাজারো মা বোনের সাহসের অসীম শক্তি,
প্রিয় কাজল ইসলাম আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে (৪)নং ওয়ার্ড নায়ড়া-সেকেন্দারকাটির মা মাটি মানুষের ভাগ্যের শ্রেষ্ঠ হাতিয়ার, প্রিয় অভিভাবক আপনাদের মাঝে আপনাদের সেবা করার লক্ষ্য সামনে রেখে আপনাদের মাঝে বীরের বেশে আসবেন। কাজল ইসলামের সালাম নিন সবাই তাকে দোয়া দিন, এবারের নির্বাচন কাজল ইসলামের নির্বাচন, নায়ড়া সেকেন্দারকাটি ওয়ার্ডে মেম্বার হিসেবে কাজল ইসলামের বিকল্প কিছু নাই।
নায়ড়া-সেকেন্দারকাটি বাসি অত্যান্ত গুরুত্ব ও যোগ্যতার সহিত মেম্বার পদপ্রার্থী যাচাই-বাছাই এর মধ্যো দিয়ে নেতা নির্বাচন করার জন্য মতপ্রকাশ করেছেন। এলাকা বাসির- দাবি যে সবসময় জনগণের পাশে থাকবে,গ্রামবাসির বিপদে আপদে ছুটে আসবে এমন ব্যক্তিকে আমরা মেম্বার পদপ্রার্থী হিসেবে আমরা সমর্থন দেব।
৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইদ্রিস আলী বলেন- কাজল ইসলাম একজন সামাজিক গ্রহণযোগ্যতা মূলক আদর্শবান ব্যক্তি, তার ভেতরে নেই কোন বিন্দু পরিমাণ অহংকার। সে সবসময় গরীব অসহায় মানুষের পাশে সেবার মানবতা নিয়ে দিনরাত ছুটে আসেন। সুতরাং কাজল ইসলাম এর বিকল্প আমাদের মাঝে আর কেউ নেই।
প্রবীন আওয়ামীলীগ নেতা মতিয়ার রহমান বলেন মেম্বার পদপ্রার্থী হিসেবে কাজল ইসলাম একজন সামাজিক, সৎ, যোগ্য ও দুঃসময়ের একজন নিবেদিত কর্মী। সে সব সময় অসহায় গরীব মানুষকে ভালবাসতে ভালোবাসে। তার কাছে দুঃসময়ে কোন মানুষ সহযোগিতা চাইলে ফিরে আসে এমন কোন ব্যক্তি আমার জানামতে নেই।
কাজল ইসলাম হলো একজন গ্রামবাসীর কাছে মানবতার ফেরিওয়ালা। সুতরাং কাজল ইসলামের মতন একজন সৎ যোগ্য নির্ভীক নিবেদিতপ্রাণ আমরা সামনে পেয়ে আমাদের এলাকায় তার দিয়ে অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে আমরা সক্ষম হবো।
অপরদিকে তরুণ প্রজন্মের উদয়ন নেতা খন্দকার উজ্জল হোসেন বলেন প্রকৃতপক্ষে কাজলের মত একজন প্রার্থী পেয়ে আমরা খুশি, কেননা সে যেভাবে যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করে যুবসমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা নিঃসন্দেহে সমাজের জন্য মঙ্গলময় এবং ভালো কাজ। সর্বোপরি আমি তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
মেম্বার পদপ্রার্থী কাজল ইসলাম বলেন আমি যদি নায়ড়া- সেকেন্দারকাটি ওয়ার্ডের দায়িত্ব নিতে পারি তাহলে আগামীতে আমি আরো সেবার মান অনেকটা বাড়িয়ে দিয়ে মানুষের মঙ্গলে কাজ করব ইনশাআল্লাহ। অতীতে আমার পরিবার ও আমার পরিবারের সদস্যরা যেভাবে মানুষের কল্যাণে কাজ করে গেছে, আমিও সবার মাঝে কাজ করে যেতে ইচ্ছুক। আমি কথাই নয় কাজে বিশ্বাসী এই প্রতিপাদ্য মনে করে মানুষের সেবায় সর্বদা নিজেকে বিলিয়ে দিয়ে গ্রামবাসি সবাইকে নিয়ে একসাথে উন্নয়নমূলক কাজে অংশ নেব।
আমরা সংবাদকর্মী হিসেবে নায়ড়া-সেকেন্দারকাটি ওয়ার্ড বাসির কাছে জানতে পেরেছি কাজল ইসলাম প্রকৃত একজন ভাল মানুষ। ৪ নং ওয়ার্ডে ৪ টি মসজিদ ও ২ টি মাদ্রাসা রয়েছে সেখানে তিনি নিয়মিতভাবে আর্থিক সহযোগিতা করে যাচ্ছেন। এমনকি যুবসমাজকে মাদকের ভয়ানক ছোবল থেকে ফিরিয়ে আনার জন্য দিনরাত পরিশ্রমের পাশাপাশি নিজঅর্থায়নে ক্রিকেট,ফুটবল, ব্যাডমিন্টন মত একাধিক খেলার সুযোগ সৃষ্টি করেছেন।
উল্লেখ থাকে যে, মেম্বার পদপ্রার্থী কাজল ইসলাম তার নির্বাচনী এলাকায় কণ্যাদায়গ্রস্ত পিতামাতাকে আর্থিক সহযোগিতা করে সেবার মানবতা নিয়ে নিজ উদ্যোগে ছুটে আসেন।