হোম ফিচার জনদুর্ভোগ সৃষ্টি করলে পরিণতি হবে ভয়াবহ: কামরুল ইসলাম

রাজনীতি ডেস্ক :

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি প্রতিদিনই সরকার পতনের আন্দোলন করে। অতীতের মতো আগুন সন্ত্রাস রূপে আবির্ভাবের প্রস্তুতি নিচ্ছে তারা। আবার জনদুর্ভোগ সৃষ্টি করলে পরিণতি ভয়াবহ হবে। তাদের রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে।

মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে সাভারের আমিনবাজারে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, নাম সর্বস্ব বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিএনপি বৈঠক করছে। তারা নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চাচ্ছে। নির্বাচন কমিশন এ সরকারের আজ্ঞাবহ না। নির্বাচন কমিশনকে কখনোই সরকার প্রভাব বিস্তার করবে না। তারা সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেবেন।

সাবেক এ মন্ত্রী আরও বলেন, বিএনপি একের পর এক ষড়যন্ত্র করছে। মানুষের ভোটের দরকার নেই। তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাই। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কোনো অসাংবিধানিক সরকার কখনো প্রতিষ্ঠিত হবে না বাংলাদেশে।

তিনি বলেন, ২০১৮ নির্বাচনের নামে তামাশা করেছিল বিএনপি। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করেছিল তারা। বিএনপি রোজই সরকারকে ফেলে দেয়।

আগামী জাতীয় নির্বাচনে আবারো নৌকার বিজয় সুনিশ্চিতে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান কামরুল ইসলাম।

এ সময় তিনি আরও বলেন, সারাবিশ্বে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে এ সংকট কেটে যাবে দ্রুত। এ নিয়ে বিএনপি মিথ্যাচার করছে। জনগনকে উসকে দিচ্ছে। তাদের আমলে ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টা বিদ্যুৎ থাকতো না। তারা সরকারের বিরোধিতার নামে রাষ্ট্রের বিরোধিতা করছে। তাই অপশক্তির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

সম্মেলনে আরও বক্তব্য দেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব, ভাকুর্তা ইউনিয়ন চেয়ারম্যান লিয়াকত হোসেনসহ স্থানীয় নেতারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন