নিজস্ব প্রতিনিধি :
গ্রাহকদের সুবিধার্থে স্বয়ংক্রিয় চালান পদ্ধতির মাধ্যমে সরকারী সকল প্রকার ট্রেজারি চালানের টাকা তাৎক্ষনিক ভাবে এখন থেকে জনতা ব্যাংকের সকল শাখায় জমা নেয়া হচ্ছে মর্মে জন সাধারনকে অবহিত করনের লক্ষ্যে সাতক্ষীরায় বর্ণাঢ্য রোড শো অনুষ্ঠিত হয়েছে।
জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসের আয়োজনে শনিবার বেলা ১১ শহরের নিউমার্কেট মোড় থেকে রোড শোটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। রোড শোতে নেতৃত্ব দেন, জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসের ডি.জি.এম হামিদুল হক ও এ.জি.এম রুকনুজ্জামান। এ সময় রোড শোতে সাতক্ষীরার সকল শখার ব্যবস্থাপক ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
রোড শোতে বক্তারা বলেন, গ্রাহকদের সুবিধার্থে স্বয়ংক্রিয় চালান পদ্ধতির মাধ্যমে পাসপোর্ট ফি, আয়কর, ভ্যাট, শুল্ক, সারচার্জসহ সকল প্রকার ট্রেজারি চালানের টাকা এখন থেকে তাৎক্ষনিক ভাবে জনতা ব্যাংকের সকল শাখায় জমা নেয়া হবে। এর মধ্য দিয়ে জনতা ব্যাংক গ্রাহক সেবায় আরো একধাপ এগিয়েছে বলে তারা দাবী করেন।