জাতীয় ডেস্ক:
মৌলভীবাজারের কুলাউড়ায় ‘অপারেশন হিলসাইডে’ আটক ১৩ ‘জঙ্গির’ মধ্যে মা-মেয়েসহ তিনজনের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলায়। ‘জঙ্গি আস্তানা’ ওই তিনজন রহস্যজনকভাবে যাতায়াত করতেন বলে জানান স্থানীয়রা।
আটক ওই তিনজন হলেন, তালা উপজেলার দক্ষিণ নলতা গ্রামের ওমর আলীর ছেলে শরিফুল ইসলাম, শফিকুল ইসলামের স্ত্রী আমেনা বেগম ও তার মেয়ে হাবিবা।
এলাকাবাসী জানান, ‘অপারেশন হিলসাইডে’ আটক ওই তিনজনের ‘জঙ্গি আস্তানায়’ আসা যাওয়া ছিল রহস্যজনক। তারা মাঝেমধ্যেই ওই বাড়িতে যেতেন আবার দ্রুত চলেও ফিরে আসতেন। তারা ঢাকা বা তার আশপাশে কাজ করেন।
স্থানীয়রা আরও জানান, শরিফুল ইসলাম এর আগেও একবার গ্রফতার হয়েছেন। তবে তারা কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত কিনা তা স্থানীয়রা বলতে পারেননি।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল ইসলাম জানান, এ ঘটনার খবর পেয়েছি। তথ্য জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি।
এর আগে শনিবার (১২ আগস্ট) কুলাউড়ায় জঙ্গি আস্তানা থেকে সাড়ে ছয় ঘণ্টার অভিযানে ছয় নারীসহ ১৩ জঙ্গি সদস্যকে আটক করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
এই অভিযানে আটক অন্যরা হলেন, কিশোরগঞ্জের হাফিজ উল্লাহ (২৫), নারায়ণগঞ্জের খায়রুল ইসলাম (২২), সিরাজগঞ্জের রাফিউল ইসলাম (২২), নারায়ণগঞ্জের মেঘনা (১৭), নারায়ণগঞ্জের আবিদা (১২ মাস), পাবনার শাপলা বেগম (২২), জুবেদা (১৮ মাস), হুজাইফা (৬), নাটোরের মাইশা ইসলাম (২০), বগুড়ার সানজিদা খাতুন (১৮)।
এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিস্ফোরক ও জঙ্গিবাদি বই।
আটক সদস্যরা ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামে একটি নতুন জঙ্গি দলের সদস্য বলে জানায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান আসাদুজ্জামান বলেন, আটক জঙ্গিরা ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামে একটি নতুন জঙ্গি সংগঠনের অনুসারী। তারা এই এলাকায় ৫০ শতক টিলাজমি কিনে প্রায় এক বছর ধরে অবস্থান করছিল। তাদের অনুসারী বাড়ানোর জন্য এখান থেকেই দাওয়াতি কাজ চালায় ঢাকাসহ সারা দেশে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. মুহিবুল ইসলাম আজাদ বলেন, প্রথম থেকেই তাদের চলন-বলন অন্যরকম লাগছিল। দীর্ঘ সময় ধরে এলাকাবাসীর মাধ্যমে নজরদারি রাখি। অনেক অভিযোগ এবং ভয়ংকর তথ্য আসতে থাকে তাদের বিরুদ্ধে। বেশ কিছু দিন ধরে অনেক টাকা-পয়সা লেনদেনের খবর আসতে থাকে। এতেই সন্দেহ বাড়ে।
মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়নের জুগিটিলা গ্রামে জঙ্গি আস্তানার খবর পেয়ে শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যায় একটি বাড়ি ঘেরাও করে পুলিশ। শনিবার (১২ আগস্ট) ভোরে ঢাকা থেকে ঘটনাস্থলে পৌঁছায় কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। পরে সেখানে যোগ দেন সোয়াত ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।