হোম ফিচার ছয় উপনির্বাচনে কে জিতল তা দেখার বিষয় নয়: সেতুমন্ত্রী

অনলাইন ডেস্ক :

ছয়টি আসনের উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। এতে গণতন্ত্রের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে তাতে কে জিতল, কে হারল তা দেখার বিষয় নয় বলে জানান তিনি।

বুধবার (১ ফেব্রুয়ারি) যাত্রাবাড়ীতে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ছয়টি আসনের উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। নির্বাচনে কে জিতল, কে হারল তা দেখার বিষয় নয়। এতে গণতন্ত্রের বিজয় হয়েছে।

বিএনপিকে উদ্দেশ্য করে সেতুমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল, আপনাদের পৃথিবী ক্রমে ছোট হয়ে এসেছে। এ পৃথিবী আরও ছোট হয়ে যাবে। প্রথমে পদযাত্রার মিছিল দৈর্ঘ্যে ও প্রস্থে বড় ছিল। এখন দেখছি প্রস্থ বড় হয়ে যাচ্ছে, দৈর্ঘ্য ছোট হয়ে আসছে। তার মানে কর্মী কমে যাচ্ছে, নেতায় নেতায় প্রস্থ বেড়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘যুক্তিতে আসুন খেলা হবে, আন্দোলন ও নির্বাচনে খেলা হবে। ফাইনাল খেলা আগামী নির্বাচনে। সেদিন প্রমাণ হবে কাদের পায়ের তলায় মাটি আছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘সরকার ভয় পায়নি বরং বিএনপিই ভয় পেয়েছে। সরকার শান্তি সমাবেশ দিয়েছে আর বিএনপি পদযাত্রার নামে পেছন যাত্রা দিয়েছে। জনগণ আছে, নেতাকর্মী ৫৪ দল। ৫৪ দল ভুয়া, ২৭ দফা ভুয়া, ১৪ দফা ভুয়া, বিএনপি মানে ভুয়া, তাদের আন্দোলনও ভুয়া। সরকার পতনও ভুয়া। লাল কার্ড ভুয়া, তত্ত্বাবধায়ক সরকারও ভুয়া।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন