হোম জাতীয় ছুরিকাঘাতে আহত ঢাকা পলিটেকনিকের ছাত্র ঢামেকে ভর্তি

জাতীয় ডেস্ক :

রাজধানীর আব্দুল্লাহপুরে ছুরিকাঘাতে মো. মাহফুজুর রহমান জয় (২৪) নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থী ঢাকা পলিটেকনিক কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সপ্তম সেমিস্টারের ছাত্র। তার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লার ভুঁইঘর এলাকায়।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে উত্তরা আব্দুল্লাহপুর এলাকার একটি বাসায় ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে জয় অভিযোগ করে জানান, অনলাইন মার্কেটপ্লেস থেকে ৬ হাজার ৩০০ টাকায় VIVO Y11 মডেলের একটি মোবাইল ফোন অর্ডার করেন। দুপুরে সেই মোবাইল ফোন আনতে আব্দুল্লাহপুর এলাকায় যান। সেখানে সাকিব নামে এক যুবক তাকে খন্দকার ফিলিং স্টেশনের পাশে একটি বাসায় নিয়ে যায়। ওই বাসায় আগে থেকে আরও তিনজন ছিল। তারা তাকে ঘরের ভেতর নিয়ে স্কচটেপ দিয়ে মুখ বাধার চেষ্টা করে। বাধা দেয়ায় তারা তার বাম পাজরে ছুরিকাঘাত করে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন আসার ভয়ে তারা পালিয়ে যায়।

তিনি আরও অভিযোগ করেন, তারা জয়ের কাছে থাকা ২৭ হাজার টাকা, অর্ডার দেয়া সেই মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে টঙ্গী হাসপাতালে নিয়ে যান। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, তার বাম পাজরে ও কানে ছুরিকাঘাত রয়েছে। জরুরি বিভাগে ভর্তি রেখে তার চিকিৎসা দেয়া হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন