হোম জাতীয় ছিনতাইয়ের সোনাসহ অজ্ঞানপার্টির দুই সদস্য গ্রেফতার

জাতীয় ডেস্ক :

সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর থেকে বিদেশ ফেরত এক বাসযাত্রীকে অজ্ঞান করে ছিনিয়ে নেওয়া ১৮ ভরি সোনা ও অন্যান্য মালামালসহ অজ্ঞানপার্টির দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (২২ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে আশুলিয়া থেকে তাদের র‍্যাব-১২ এর একটি দল গ্রেফতার করে।

আটককৃতরা হলেন- ঢাকার আশুলিয়া থানার শ্রীকান্ডিয়া গ্রামের রফিকুল ইসলাম ও গাজিপুরে কালিগঞ্জ থানার মুলগাও গ্রামের দীপকচন্দ্র বর্মণ।

রোববার (২৩ জানুয়ারি) সিরাজগঞ্জের সলঙ্গা র‌্যাব-১২ হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১২ মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, ২০২১ সালের ২ অক্টোবর বিকেলে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে বিদেশফেরত বাসযাত্রী ইব্রাহিম হোসেনকে অজ্ঞান করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় অজ্ঞানপার্টির সদস্যরা।

এ বিষয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হলে তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার (২২ জানুয়ারি) রাতে ঢাকার আশুলিয়া থেকে অজ্ঞানপার্টির দুই সদস্যকে আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ১৮ ভরি সোনা, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন