হোম জাতীয় ছিনতাইকারীকে না পেয়ে চা দোকানিকে কুপিয়ে হত্যা!

জাতীয় ডেস্ক :

গাজীপুরের টঙ্গীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোলাইমান (২৩) নামে এক চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।

নিহত সোলাইমান ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার ( ১৫ মার্চ) সন্ধ্যায় নিহত সোলাইমান নিজ চায়ের দোকানে বসে ব্যবসা পরিচালনা করছিলেন। নিহতের দোকানের পেছনে রেললাইন হওয়ায় প্রায়ই সেখানে চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে। এমন সংবাদের ভিত্তিতে একই এলাকার প্রতিপক্ষ ছিনতাইকারীদের অপর আরেকটি গ্রুপ সোলাইমানের চায়ের দোকানে হানা দেয়। কিন্তু সেখানে কাউকে না পেয়ে ক্ষিপ্ত হয়ে সোলাইমানের ওপর অতর্কিত হামলা করে তারা। এতে গুরুতর আহত হন সোলাইমান।

পরে স্থানীয়রা উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে সোলাইমানের মৃত্যু হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি তদন্ত দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে টঙ্গী পূর্ব থানা পুলিশ সজল ও সুজন নামে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এখনো তদন্ত চলছে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন