হোম জাতীয় ছাত্রীকে ধর্ষণে সহায়তা: আইডিয়াল কলেজ অধ্যক্ষের জামিন বহাল

জাতীয় ডেস্ক:

কলেজছাত্রীকে প্রলোভন ও ধর্ষণের অভিযোগের মামলায় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীর আগাম জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত।

বুধবার (১৬ আগস্ট) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম জামিন বহালের এ আদেশ দেন।

এদিকে আইডিয়াল কলেজের সেই ছাত্রীর বাবার দায়ের করা ধর্ষণ মামলায় গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদকে জামিন দেননি হাইকোর্ট।

সকালে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং বিচারপতি খন্দকার দীলিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে তার জামিন শুনানি হয়। শুনানিতে আদালত অপারগতা প্রকাশ করে জামিন আবেদনটি ফিরিয়ে দেন।

আদালত বলেন, গভর্নিং বডির সদস্য হয়ে ছাত্রীকে প্রলোভন দেখিয়ে বিয়ে করে নৈতিকভাবে কাজটি ঠিক করেননি খন্দকার মুশতাক আহমেদ।

কলেজছাত্রীকে প্রলোভন দেখিয়ে বিয়ে ও ধর্ষণের অভিযোগে মুশতাককে প্রধান আসামি করে ১ আগস্ট মামলাটি করা হয়। ধর্ষণে সহযোগিতার অভিযোগে কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীকেও মামলার আসামি করা হয়।

গত ১৪ আগস্ট এ মামলার শুনানিতে হাইকোর্ট মন্তব্য করেন, এ শিক্ষাপ্রতিষ্ঠানটিতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়, এ শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারি খাতে নেয়া উচিত।

আদালত আরও বলেন, ওই শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির দাতা সদস্য একজন ছাত্রীকে বিয়ে করেছেন- এটা তো বিকৃত রুচির লক্ষণ। ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষের আগাম জামিনের আবেদনের শুনানিকালে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। শুনানি শেষে হাইকোর্ট অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন।

গত ১ আগস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালতে কলেজছাত্রীর বাবা বাদী হয়ে এ মামলা করেন। মামলায় এ শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদকে প্রধান আসামি করা হয়। যিনি ওই ছাত্রীকে বিয়ে করেছেন।

পাশাপাশি প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীর বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ করা হয়। এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য আগামী ২৮ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

আদালতের নির্দেশে গত ৮ আগস্ট রাজধানীর গুলশান থানায় মামলাটি নথিভুক্ত (রেকর্ড) হয়। মামলার বাদীর আইনজীবী ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেন।

ছাত্রীকে ফাঁদে ফেলে হয়রানির অভিযোগে গত ৩১ মে একটি তদন্ত কমিটি গঠন করেছিল শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা কমিটি (গভর্নিং বডি)। পরে গত ২২ জুন ওই শিক্ষার্থীর বাবা ঠাকুরগাঁওয়ে মুশতাকের বিরুদ্ধে অপহরণের মামলা করেন। গত ৪ জুলাই বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তাকে ৬ সপ্তাহের আগাম জামিন দেন। সেদিন আদালতে আসামিপক্ষের আইনজীবী সোহরাব হোসেন পলাশ বলেন, আইডিয়ালের ওই শিক্ষার্থীকে গত মার্চ মাসে খন্দকার মুশতাক বিয়ে করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন