হোম অন্যান্যসারাদেশ ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু কারাগারে

ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু কারাগারে

কর্তৃক Editor
০ মন্তব্য 110 ভিউজ

অনলাইন ডেস্ক:

অর্থ আত্মসাৎ ও প্রতারণার তিন মামলায় ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসুকে (৪০) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বুধবার (১৭ জানুয়ারি) যশোরের আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। একাধিক অর্থঋণের মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি বাপ্পাদিত্যকে মঙ্গলবার (১৬ জানুয়ারি) ঢাকার নিউমার্কেট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর নিউমার্কেট এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে বাপ্পাদিত্য বসুকে গ্রেফতার করে র‍্যাবের একটি দল। বাপ্পাদিত্য যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার দুলাল চন্দ্র বসুর ছেলে এবং ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি।

র‍্যাব আরও জানায়, বাপ্পাদিত্য অর্থঋণের তিনটি মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। একইসঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ডেও দণ্ডিত।

আদালত সূত্র জানায়, বাপ্পাদিত্য বসু নোয়াখালি, কুমিল্লা ও বরিশালের অর্থঋণ আদালত ও প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন