হোম জাতীয় ছাত্রদল-পুলিশ সংঘর্ষ, বিএনপি নেতা মজনু আটক

জাতীয় ডেস্ক :

রাজধানীর রূপনগর এলাকায় কর্মীসভায় পুলিশের বাধা দেওয়ার অভিযোগে নয়াপল্টনে প্রতিবাদ মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় তাদের ওপর পুলিশি হামলার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নয়াপল্টনে প্রতিবাদ মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল।

এ ঘটনায় বেশকিছু সময় ধরে পুলিশ এবং ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ চলে। এ সময় পুলিশসহ কয়েকজন আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঘটনাস্থল থেকে ছাত্রদলের কয়েকজন কর্মী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুকে আটক করা হয়েছে বলেও জানা গেছে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন মিয়া বলেন, মজনুসহ ১৩-১৪ জনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল দাবি করেন, রূপনগরে আমাদের কর্মীসভায় পুলিশ হামলা করে। এতে আমিসহ কয়েকজন আহত হই। এ ঘটনার প্রতিবাদে নয়াপল্টনে মিছিল বের করলে পুলিশ আবার হামলা করে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন