খেলাধূলা ডেস্ক :
খেলাধুলায় শারীরিকভাবে বিশেষ ক্ষমতাসম্পন্নদের সাফল্য গর্ব করার মতো। কক্সবাজারে বঙ্গবন্ধু চার জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে, ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের প্রত্যেক খেলোয়াড়কে ৫ লাখ টাকা অর্থ পুরস্কার ও ন্যাশনাল প্যারালিম্পিক কমিটির জন্য ১০ কোটি টাকার ফান্ড করে দেওয়ার ঘোষণা দেন সরকার প্রধান।
কক্সবাজারে প্রথমবারের মতো আয়োজিত বঙ্গবন্ধু চার জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্টের শুরু থেকেই দাপট নিয়ে খেলেছে বাংলাদেশ। যা অব্যাহত থাকে ফাইনাল পর্যন্ত। শিরোপা নির্ধারণী ম্যাচে বৃহস্পতিবার (৩১ মার্চ) ভারতকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে ট্রফি ঘরে রেখে দেয় বাংলাদেশ।
ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানানোর সঙ্গে প্রত্যেক খেলোয়াড়ের জন্য ঘোষণা দেন আর্থিক পুরস্কার।
ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী জানান, ক্রীড়াক্ষেত্রে শারীরিকভাবে বিশেষ ক্ষমতাসম্পন্নরা সাম্প্রতিক সময়ে এনে দিয়েছে সাফল্য। গেল ক’বছরে বিশ্বের বিভিন্ন প্রান্তে আয়োজিত নান গেমসে জিতেছে অজস্র পদক। তাই এদিকে সরকারের বিশেষ নজর আছে।
সারা দেশে খেলাধুলার বিকাশে সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে শেখ হাসিনা আরও বলেন, ‘ক্রীড়ার বিকাশে প্রতিটি বিভাগীয় শহরে নির্মাণ হচ্ছে বিকেএসপি, সব উপজেলায় মিনি স্টেডিয়াম। সার্বিকভাবে বেড়েছে ক্রীড়া বাজেট। গুরুত্ব দেওয়া হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জডদের দিকেও।’ এছাড়াও এসময় ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি বাংলাদেশের জন্য বড় অংকের ফান্ড তৈরির ঘোষণাও দেন সরকার প্রধান।
বৈশ্বিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, সম্প্রতি ক্রিকেট, আর্চারি, হকিতে সফলতা পেয়েছে বাংলাদেশ। সঠিক দিক নির্দেশনার সঙ্গে উৎসাহ দিলে বৈশ্বিক ক্রীড়ায় আরও ভালো করবে বাংলাদেশ।