হোম খেলাধুলা চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জেনে নিন শাস্ত্রীর ভবিষ্যদ্বাণী

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জেনে নিন শাস্ত্রীর ভবিষ্যদ্বাণী

কর্তৃক Editor
০ মন্তব্য 35 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
চ্যাম্পিয়ন্স ট্রফিতে একমাত্র অপরাজিত দল ভারত। টুর্নামেন্টের অন্যতম ফেভারিটও তারা। তার পরেও ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী মনে করছেন, দুবাইয়ের এই দ্বৈরথ জয়ের সম্পূর্ণ ক্ষমতা নিউজিল্যান্ডের আছে।

ফাইনালের আগে আইসিসি রিভিউতে নিজের ভবিষ্যদ্বাণী করেছেন শাস্ত্রী। সেখানেই বলেছেন, ‘যদি কোনও দল থাকে যারা ভারতকে হারাতে পারে, সেটা হচ্ছে নিউজিল্যান্ড। হয়তো রোহিতের দল ফেভারিট হিসেবে শুরু করবে, কিন্তু সেই ব্যবধানটা খুব বেশি নয়।’

শাস্ত্রী তিন সম্ভাব্য খেলোয়াড়ের নামও বলেছেন, যারা প্লেয়ার অব দ্য ফাইনাল হওয়ার যোগ্যতা রাখে। তার মতে, ‘আমার মনে হয় প্লেয়ার অব দ্য ম্যাচ অলরাউন্ডারের মধ্যে কেউ। ভারত থেকে সেটা অক্ষর প্যাটেল কিংবা রবীন্দ্র জাদেজা। নিউজিল্যান্ড থেকে আমার মনে হয় গ্লেন ফিলিপসের এমন কিছু করার সামর্থ্য আছে। ফিল্ডিংয়ে বুদ্ধিদীপ্ত পারফরম্যান্স প্রদর্শন করতে পারেন। ব্যাট হাতে ৪০-৫০ রানের ক্যামিও ঝড়ও তুলেতে পারেন। সম্ভবত একটি-দুটি উইকেট নিয়ে আপনাদের চমকেও দিতে পারেন।’

শাস্ত্রী আরও ভবিষ্যদ্বাণী করেছেন, যদি দুই দলের কেউ শিরোপা জিততে চায়, সেক্ষেত্রে তাদের প্রাণভোমরা বিরাট কোহলি, কেন উইলিয়ামসন কিংবা রাচিন রবীন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

কোহলি, উইলিয়ামসন- দুজনেই দুর্দান্ত ফর্মে রয়েছেন। চার ম্যাচে দুজনেই একটি করে হাফসেঞ্চুরি ও সেঞ্চুরির দেখা পেয়েছেন। রাচিনও কম নন। এখন পর্যন্ত দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। তার মধ্যে রয়েছে সেমিফাইনালের ম্যাচসেরা ইনিংসটিও। শাস্ত্রী তাই মনে করছেন, ‘বর্তমান ফর্ম বিবেচনায় কোহলি। যখন এই ধরনের খেলোয়াড় ছন্দে থাকে, তাদের ১০ রান করতে দিলেই তারা কাঁটা হয়ে দাঁড়ায়। সেটা উইলিয়ামসন হোক কিংবা কোহলি। তাই নিউজিল্যান্ডের হয়ে আমি কেন উইলিয়ামসনের কথা বলবো। আরও বাড়িয়ে বললে রাচিন অসাধারণ তরুণ খেলোয়াড়।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন