স্পোর্টস ডেস্ক:
গোড়ালির ইনজুরি থেকে সেরে উঠে ফিরেছিলেন বোলিংয়ে। কিন্তু সেখান থেকে ফিরে খুব একটা বেশি কিছু করা হয়নি। বাংলাদেশের বিপক্ষে পাঁচ উইকেট নিলেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচটায় ৫ম ওভারের পরেই উঠে যেতে হয়েছে তাকে। গোড়ালির সেই পুরাতন চোটেই পড়েছেন কি না, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে পাওয়া ছবিতে বোঝা গিয়েছে, মাঠ ছেড়ে ড্রেসিংরুমের দিকে ফিরে যাচ্ছেন শামি। তার বদলে মাঠে নেমেছেন ওয়াশিংটন সুন্দর। আর বোলিং আক্রমণেও এসেছে পরিবর্তন। বল হাতে ভারতকে এগিয়ে নিচ্ছেন হার্দিক পান্ডিয়া।
নিজের ব্যক্তিগত তৃতীয় ওভারেই খানিক বিরতি নিয়েছিলেন শামি। ডেকেছিলেন ফিজিওকে। টিভিতে দেখেই বোঝা গিয়েছিল ডান পায়ের গোড়ালিতে খানিক ব্যাথা অনুভব করছিলেন তিনি। প্রাথমিক চিকিৎসার পর ওভারটা শেষ যদি করতে পেরেছিলেন, তবে এরপরেই মাঠ ছাড়তে হয় শামিকে।
দিনের প্রথম থেকেই অবশ্য অস্বস্তিতে ছিলেন শামি। দেখা যায়নি চেনা ছন্দে। প্রথম ওভারেই দিয়েছেন ৫ ওয়াইড। চ্যাম্পিয়ন্স ট্রফির কোনো ম্যাচে প্রথম ওভারে অতিরিক্ত রানের হিসেবে যা চতুর্থ সর্বোচ্চ স্থানে উঠে এসেছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির যেকোন ম্যাচের প্রথম ওভারে সবচে বেশি ৭ রান দিয়েছেন দুজন। একজন জিম্বাবুয়ের তিনাশে পানিয়ানঙ্গারা। অন্যজন ইংল্যান্ডের ড্যারেন গফ। দুটোই হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ২০০৪ আসরে। দ্বিতীয় সর্বোচ্চ ৬টি অতিরিক্ত রান দিয়েছিলেন শ্রীলঙ্কার চামিন্দা ভাস। ২০০৬ সালে মোহালিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওভারে ৬ রান দেন তিনি। আর এরপরেই আছে শামির আজকের ওভার।