হোম খেলাধুলা চোটে আক্রান্ত মুমিনুল

চোটে আক্রান্ত মুমিনুল

কর্তৃক Editor
০ মন্তব্য 269 ভিউজ

সংকল্প স্পোর্টস ডেস্ক :

এই কদিন আগেই করোনা থেকে সেরে উঠেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। করোনা থেকে সেরে উঠার পর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দুটি ম্যাচ খেলেছেনও তিনি। এবার আরো একটি দুঃসংবাদ পেলেন গাজী গ্রুপ চট্টগ্রামের এই ব্যাটসম্যান। চোটে আক্রান্ত হয়েছেন তিনি। তাই চলমান টি-টোয়েন্টি কাপে আর নাও খেলতে পারেন তিনি।

বিসিবি সূত্রে জানা গেছে, মুমিনুলের হাতে স্ক্যান করানো হয়েছে। তাঁর আঙুলে চিড় ধরা পড়েছে। তাই তিন-চার সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাঁকে।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মুমিনুলের দল গাজী গ্রুপ চট্টগ্রাম দারুণ খেলছে। আসরে এখন পর্যন্ত খেলা দুই ম্যাচের দুটিতেই জয় পেয়েছে তাঁর দল। তবে ব্যাট হাতে মুমিনুল খুব একটা ভালো করতে পারেননি। প্রথম ম্যাচে আট ও দ্বিতীয় ম্যাচে পাঁচ রান করেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন