বিনোদন ডেস্ক:
জাতীয় নির্বাচন শেষ হওয়ার পর এবার তারকাদের উন্মাদনা চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে। এরইমধ্যে আসন্ন নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে তারকাদের। তবে এবারের নির্বাচনে শিল্পী সমিতির নির্বাচন কমিশনার কে হবেন এ নিয়ে ছিল বেশ জল্পনা-কল্পনা। সম্প্রতি সে জল্পনা-কল্পনারও অবসান হয়েছে।
আসন্ন শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সভা শুরু হয়। এখানেই চূড়ান্ত হয় এবারের প্রধান নির্বাচন কমিশনারের নাম।
সভায় উঠে আসে বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, প্রযোজক-পরিচালক মোহাম্মদ হোসেন, খোরশেদ আলম খসরুসহ আরোও কয়েক জনের নাম।
তবে শেষ পর্যন্ত চূড়ান্ত হয় আগামী নির্বাচনে শিল্পী সমিতির নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক খোরশেদ আলম খসরু।
খোরশেদ আলম খসরুর আগে ২০২২-২৪ মেয়াদে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন পীরজাদা শহীদুল হারুন। তবে তার বিরুদ্ধে আঙুল তুলেছিলেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়িকা নিপুণ আক্তার। এ কারণে এবারে শিল্পী সমিতির নির্বাচন কমিশনার পদে নাম উঠেনি হারুনের।