হোম ফিচার চুরির উদ্দেশ্যে রূপপুর বিদ্যুৎকেন্দ্র করেছে সরকার: ফখরুল

রাজনীতি ডেস্ক:

জনগণের কল্যাণে নয়, দুর্নীতি করতেই সরকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) কুমিল্লা থেকে চট্টগ্রাম বিএনপির রোডমার্চে অংশ নিয়ে তিনি বলেন, সাধারণ মানুষ সরকারের এই ধরনের প্রকল্পের কোন উপকার পাচ্ছে না।

সরকার আবারও একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে অভিযোগ করে এ সময় নেতাকর্মীদের রাজপথ দখলের নির্দেশ দিয়ে মির্জা ফখরুল বলেন, দেশ বাঁচাতে সরকার হটানোর বিকল্প নেই।

এ দিন সকাল ১০টার পর কুমিল্লার কালা কচুয়া এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শুরু হয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় রোডমার্চ। এতে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা। সরকারের সমালোচনা করে বিএনপি নেতারা বলেন, সুষ্ঠু নির্বাচন ইস্যুতে বিদেশিরাও একমত। সরকার একঘরে হয়ে পড়েছে।

আমির খসরু বলেন, বিদেশিরা তাদের বিদায় করে দিয়েছে। তাদের জায়গা বিদেশেও নাই, দেশেও নাই।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী কিছুদিন কঠিন সময় পার করতে হবে। রাজপথ ছাড়া যাবে না।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, আজকে নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের জন্য ইউরেনিয়াম নিয়ে আসছে। ইউরেনিয়াম হলো সেই ভয়ঙ্কর পদার্থ যা একবার বিস্ফোরিত হলে মাইলের পর মাইল ধ্বংস হয়ে যায়। এই সরকার শুধু মাত্র চুরি করার জন্য, দুর্নীতি করার জন্য এই ধরনের প্রকল্প নিয়ে আসছে, যেখানে সাধারণ মানুষ কোন উপকার পাচ্ছে না।

এরপর ফেনীর মহিপালে এক সংক্ষিপ্ত সমাবেশে মির্জা ফখরুল হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলা করে আন্দোলন ব্যর্থ করার চেষ্টা হলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে।

তিনি বলেন, এক কথা, এইবার যেতে হবে। সময় আছে, মানে মানে শান্তিতে ক্ষমতা হস্তান্তর করে দাও।

নেতাকর্মীদের রাজপথ দখলে নির্দেশ দিয়ে মির্জা ফখরুল বলেন, রাজপথ দখলে রাখলেই সরকারের পতন হবে।

এদিকে আজ বৃহস্পতিবার বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম হস্তান্তর করেছে রাশিয়া। এর ফলে আনুষ্ঠানিক সনদে পরমাণু স্থাপনার স্বীকৃতি পেলো বাংলাদেশ।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন