অনলাইন ডেস্ক:
সারাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে সনাতন ধর্মালম্বীরা। রোববার (১১ জুলাই) বিকেলে শহরের বড়বাজার দূর্গা মন্দির থেকে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের শহীদ হাসান চত্বরে গিয়ে বিক্ষোভ সমাবেশে রুপ নেয়।
সেখানে বক্তারা বলেন, সম্প্রতি রাজনৈতিক অস্থিরতায় অস্থিতিশীল পরিস্থিতিতে সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতন চালানো হয়। সহিংসতা চালানো হয় সনাতনীদের ওপর। কিন্তু কেউ কোন দায় নিচ্ছে না। নিরাপত্তাও দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এমন পরিস্থিতিতে চরম দুশ্চিন্তায় দিন পার করতে হচ্ছে।
তারা আরও বলেন, অন্যান্য জায়গার তুলনায় চুয়াডাঙ্গা অনেক শান্তিপূর্ণ ছিল। এখনও সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করছে। এজন্য তারা অন্যান্য দলগুলো এবং সাধারণ মানুষকে ধন্যবাদ জানান।