নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সদর উপজেলা 10 নং আগরদাঁড়ি ইউনিয়নে চুপড়িয়া ফুটবল মাঠে লাবসা বনাম চুপড়িয়া ফুটবল একাদশ এর মধ্যকার খেলা অনুষ্ঠিত হয় খেলা শুরু থেকেই টানটান উত্তেজনা বিরাজ করে।
উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণ শুরু করে কিন্তু প্রথম অর্ধে কোন দল গোল করতে না পারায় গোলশূন্য শেষ করে দ্বিতীয় অধ্যায়ের 15 মিনিটের মাথায় লাবসা ফুটবল একাদশ এর রেজা প্রথম গোলটি করে দলকে এগিয়ে নেন পরে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে শুরু করে চুপড়িয়া ফুটবল একাদশ হঠাৎ প্লান্টি বক্স এর একটু দূর থেকে আচমকা কিডনি এ সমতা ফিরিয়ে আনেন চুপড়িয়া ফুটবল একাদশের তেভেজ পরে নির্ধারিত সময় আর না হওয়াই ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে
টাইব্রেকারে চুপড়িয়া ফুটবল একাদশের গোলরক্ষক ওসকুরুনি দুইটি গোল সেভ করেন পরে ৩/২ গোলে জয় ছিনিয়ে নেন চুপড়িয়া ফুটবল একাদশ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
হাজারো দর্শকের মধ্যে ম্যাচটি উপভোগ করেন নবনির্বাচিত চেয়ারম্যান কবির হোসেন মিলন 10 নং আগরদাঁড়ি ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য মুকুল মনিরুজ্জামান মনির আলতাব হোসেন ক্রীড়া সংগঠক ও কোচ গণমুখী সাতক্ষীরা প্রমূখ।
১) জাফরুল খান চৌধুরীর সামু
২) হাফিজুর রহমান হাফিজ
৩) একরামুল হোসেন জনি