হোম আন্তর্জাতিক চীনে ‘শূন্য কোভিড’ নীতি বিরোধী বিক্ষোভ বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক :

চীনের দক্ষিণাঞ্চলে করোনা মোকাবেলায় নেয়া ‘শূন্য কোভিড’ নীতির বিরুদ্ধে লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। ব্যতিক্রমী এ বিক্ষোভকালে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। খবর বিবিসির।

চীনের দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরে সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউনের মেয়াদ বাড়ানোয় লোকেরা প্রতিবাদে রাস্তায় নেমে আসে। সামাজিক মাধ্যমে সোমবার (১৪ নভেম্বর) রাত থেকে এসব বিক্ষোভের অনেক ভিডিও ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেখা গেছে শিল্পাঞ্চল গুয়াংজুতে রাস্তায় শত শত লোক বিক্ষোভ করছে। এসব বিক্ষোভকারীদের হাজমাত স্যুট পরা কর্মকর্তাদের সঙ্গে ঝগড়া করতে দেখা গেছে। ভিডিওতে বিক্ষোভকারীদের ‘আর কোনো পরীক্ষা নয়’ বলে শ্লোগান দিতে দেখা যায়।

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে ‘শূন্য কোভিড’ নীতি গ্রহণ করা চীন সরকার যেখানেই রোগী শনাক্ত হচ্ছে সেখানেই কঠোর লকডাউন আরোপ করছে। যার বিরুদ্ধে জনমনে দিন দিন ক্ষোভ বাড়ছে।

দুই বছর আগে কোভিড-১৯ মহামারীর বিস্তার শুরু হওয়ার পর সংক্রমণের সব চেয়ে খারাপ অবস্থা বিরাজ করছে ‍গুয়াংজুতে। চীনের কর্মকর্তারা অক্টোবরের শেষে এ অঞ্চলে প্রথম লকডাউন ঘোষণা করে। লকডাউনের সময় বুধবার (১৬ নভেম্বর) রাত পর্যন্ত বাড়ানো হয়। ওই এলাকায় করোনা সংক্রমণ দৈনিক এক হাজারের বেশি হওয়ায় নগর কর্মকর্তারা গত সপ্তাহে নয়টি জেলার বাসিন্দাদের জন্যে গণপরীক্ষা বাধ্যতামূলক করে।

‍গুয়াংজুতে মূল ঝামেলা হয়েছে নগরীর হাইঝু জেলায়। সেখানে লকডাউন জারি করে বাসিন্দাদের নিজ নিজ বাড়ির ভেতরে অবস্থান করার নির্দেশ দেয়া হয়েছে। ওই এলাকায় অনেক পরিযায়ী শ্রমিক বসবাস করেন, যাদের আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক। তাদের অভিযোগ, লকডাউনে কাজে বের হতে না পেরে যাদের আয় বন্ধ হয়ে গেছে তাদের জন্য কোনো ভাতার ব্যবস্থা করা হয়নি। তাদের খাদ্য সংকটও দেখা দিয়েছে।

এসব কারণে গুয়াংজুবাসীর মধ্যে করোনা লকডাউন ভাঙার প্রবণতা অনেক দিন ধরেই লক্ষ্য করা যাচ্ছিল, পুলিশ এবং কোভিড কর্মীদের সঙ্গে স্থানীয় জনগণের বাক-বিতণ্ডাও চলছিল।

গুয়াংজু প্রদেশের আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘সরকার থেকে গণ করোনা টেস্টের জন্য দায়িত্বপ্রাপ্ত কোম্পানিগুলো অধিক মুনাফার আশায় জনগণকে ভুয়া পিসিআর রিপোর্ট সরবরাহ করছে’— এমন একটি গুজব সম্প্রতি চীনের সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এই গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকে ‘শূন্য কোভিড’ নীতির কারণে ব্যাপক চাপে থাকা চীনের সাধারণ জনগণ রীতিমতো অসহিষ্ণু হয়ে উঠছেন।

এক কোটি ৮০ লাখ জনসংখ্যা অধ্যুষিত এই মেগা নগরীতে মঙ্গলবারও প্রায় দুই হাজার ৩০০ লোক করোনায় আক্রান্ত হয়েছে। উল্লেখ্য, বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ চীন করোনার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন