আন্তর্জাতিক ডেস্ক :
চান্দ্রবর্ষ উপলক্ষে জমকালো আয়োজনে চীনে উদ্যাপিত হলো ‘গালা নাইট’। কী ছিল না এ আয়োজনে–ফুল, পাখি, গাছ, হাতি, নাটক, সংগীত, কৌতুক–সবকিছুর সমন্বয়ে জমকালো বর্ষবরণ চীনাদের। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে চোখধাঁধানো সব পরিবেশনা দেখতে দেখতে সবাই মিলে স্বাগত জানায় লুনার নিউ ইয়ারকে।
রং-বেরঙের পোশাক, একক সংগীত, দলীয় নৃত্য পরিবেশনা–এত সব আয়োজন শুধু চান্দ্রবর্ষকে ঘিরে। পারিবারিক স্নেহ, গ্রামীণ জীবন, শিল্প-সংস্কৃতি, বেইজিং অলিম্পিক, আঞ্চলিক অপেরা, নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের রীতিনীতি–এই সবকিছুই আকর্ষণীয় করে তুলেছে পুরো অনুষ্ঠানকে।
স্থানীয় সময় সোমবার রাতে চান্দ্রবর্ষের প্রাক্কালে চীনারা মেতে ওঠে বর্ষবরণের আনন্দে। মাতৃভূমির প্রতি ভালোবাসা, জাতীয় উন্নয়নে দেশের অর্জন, ঐতিহ্যবাহী চাইনিজ কমেডি–সবকিছু মিলিয়ে রাতটি ছিল অত্যন্ত আনন্দঘন। ঘড়ির কাঁটায় রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গে চীনারা একে অপরকে নতুন বছরের শুভকামনা জানায়।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে চোখধাঁধানো সব পরিবেশনার সঙ্গে ৭২০ ডিগ্রির এলইডি স্ক্রিন অনুষ্ঠানের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহু গুণে। স্থানীয়দের মতে, গত বছর বিশ্বব্যাপী এই অনুষ্ঠান দেখার জন্য মোট দশর্ক ছিল প্রায় ১৩০ কোটি।
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউনানে বন্য এশিয়ান হাতির পাল ঘুরে বেড়ানো থেকে অনুপ্রাণিত হয়ে অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল হাতিদের নৃত্য পরিবেশনার। প্রাণী, প্রকৃতির সঙ্গে সৌহার্দপূর্ণ আচরণ করার বার্তা পৌঁছানো ছিল এই অংশের মূল লক্ষ্য। দর্শকদের সঙ্গে সঙ্গে শিল্পীরাও বেশ উচ্ছ্বসিত এ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে।
শিল্পী লিউ জিয়া বলেন, ‘আমি অনেক বেশি আনন্দিত বসন্তবরণের এই উৎসবে দ্বিতীয়বারের মতো আসতে পেরে। এই বিচিত্রযময় অনুষ্ঠানে পারফর্ম করতে পেরে আমি সত্যি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি।’
২০২২ সালের আধুনিক প্রযুক্তির ব্যবহারে এবারের বর্ষবরণ পেয়েছে এক ভিন্নমাত্রা। দর্শকদের সঙ্গে সঙ্গে আয়োজকরাও বেশ আনন্দিত।