মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
দূরারোগ্য ব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করে হার মেনে চিরবিদায় নিলেন মনিরামপুর উপজেলার ১৬ নং নেহালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এম ফারুক হুসাইন। বুধবার বেলা ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না ইলাহা…রাজেউন)। বেশ কিছুদিন ধরে তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। তিনি উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের শমসেরবাগ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি যশোর জেলা পরিষদ সদস্য, পাঁচাকড়ি শাহ আলী সিদ্দিকিয়া মাদ্রাসার সভাপতির দায়িত্বে ছিলেন। বুধবার বাদ আসর দক্ষিণ বালিধা ঈদগাহ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে উপস্থিত ছিলেন মনিরামপুর থানা বিএনপি’র সভাপতি আলহাজ্ব অ্যাড. শহীদ মোঃ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, জেলা বিএনপি নেতা আলহাজ্ব আবু মুছা, ইউনিয়ন বিএনপি’র সভাপতি ডাঃ বজলুর রহমান, সাধারণ সম্পাদক জি,এম খলিলুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।