হোম জাতীয় চার মাসেও ওঠেনি র‌্যাবের সাত কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

জাতীয় ডেস্ক :

গত চার মাসেও ওঠেনি র‌্যাবের বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হয়েছে চিঠি চালাচালি। নিয়োগ করা হয়েছে লবিস্টও।

গত বছরের ১০ ডিসেম্বর, আন্তর্জাতিক মানবাধিকার দিবসে যুক্তরাষ্ট্র গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পুলিশের এলিট ফোর্স র‌্যাবের বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞায় বলা হয়- বাংলাদেশের কিছু বেসরকারি সংগঠন অভিযোগ করেছে, র‌্যাব এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা ২০০৯ সাল থেকে প্রায় ৬০০টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, ছয় শতাধিক লোকের গুম হয়ে যাওয়া এবং নির্যাতনের জন্য দায়ী।

ওই সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারকে (সাবেক) ডেকে এমন পদক্ষেপ নিয়ে অসন্তোষ জানায় বাংলাদেশ সরকার। আর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে চিঠি দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলতে দেশটিতে বাংলাদেশের পক্ষ থেকে লবিস্ট নিয়োগের পরামর্শ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। পরে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সম্পর্কোন্নয়নে লবিস্টাও নিয়োগ দেয় সরকার।

সবশেষ ২০ মার্চ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডের ঢাকা সফরে আলোচনা হয় র‌্যাবের নিষেধাজ্ঞা নিয়ে। ওইদিন তিনি জানান, এটি একটি জটিল প্রক্রিয়া। সহসা নিষেধাজ্ঞা উঠছে না এমন ইঙ্গিতও দেন তিনি। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমস্যার দ্রুত সমাধান চায় র‌্যাব।

এদিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সোমবার (২৮ মার্চ) ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরাধ দমনে র‌্যাবের ভূমিকার প্রশংসা করেছেন। তিনি বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনসহ অপরাধ দমন করে জননিরাপত্তা নিশ্চিত করছে র‌্যাব।

র‌্যাবের ওপর দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যে আমেরিকা আমাদের র‌্যাবের ওপর বিনা কারণে নিষেধাজ্ঞা দিয়েছে, তারা তাদের দেশে বিনা কারণে মানুষ মারলে বিচার করে না৷ কিন্তু বিনা কারণে দেশের কোনো মানুষ হত্যা করলে কিংবা অপরাধে জড়ালে বাংলাদেশ তার বিচার করে৷ যা অন্যদেশ করে না৷ খুব সম্ভবত র‌্যাবের সাফল্যে দুঃখ পেয়েই তারা এমন নিষেধাজ্ঞা দিয়েছে কি না, যা অত্যন্ত গর্হিত কাজ৷

তিনি বলেন, অপরাধীদের তারা (যুক্তরাষ্ট্র) স্থান দেয় তাদের দেশে৷ আর বিনা অপরাধে তারাই র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়, তাদের বিষয়ে কিইবা বলার আছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন