হোম অর্থ ও বাণিজ্য চার তেল সরবরাহকারী প্রতিষ্ঠানের ব্যাখ্যায় অসন্তুষ্ট ভোক্তা অধিকার

বাণিজ্য ডেস্ক :

মিল পর্যায়ে ভোজ্যতেল সরবরাহে বিভিন্ন অনিয়ম পেয়ে সরবরাহকারী ৫টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের তলব করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এই কোম্পানিগুলোর কাছে যে ব্যাখ্যা চাওয়া হয়েছে, সে অনুযায়ী ব্যাখ্যা না দিতে পারায় সন্তুষ্ট হতে পারেনি ভোক্তা অধিদফতর। তাই অধিকতর শুনানির জন্য আগামী বুধবার (৬ এপ্রিল) আবারও ডাকা হয়েছে।

গত ১০ মার্চ থেকে ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণ ও সরবরাহে মিল পর্যায়ে দুই দফা তদারকি চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় কিছু অনিয়ম চোখে পড়ে। যার ভিত্তিতে সরবরাহকারী ৫টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের তলব করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (৩০ মার্চ) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কার্যালয়ে টি কে গ্রুপ, এস আলম গ্রুপ, রূপচাঁদা ব্র্যান্ড, মেঘনা গ্রুপের প্রতিনিধি আসেন। তবে বসুন্ধরা গ্রুপের কেউ আসেননি। বৈঠক শেষে প্রতিষ্ঠান চারটির প্রতিনিধিরা সংবাদকর্মীদের মুখোমুখি হন।

তেলের সরবরাহ কম থাকার বিষয়ে টি কে গ্রুপের প্রতিনিধি শফিউল আতাহার তাসলিম বলেন, ‘চলতি মাসে দুদিন সরকারি ছুটি ছিল এবং মাস এখনো শেষ হয়নি। সে হিসাবে মাসের মাত্র ২৬ দিন। এখন যদি আমাদের এক মাসের সঙ্গে আরেক মাসের তুলনা করতে হয়, তাহলে আগে মাস শেষ হতে হবে।’ এদিকে পাইকারি ও খুচরা পর্যায়ের কারণে বাজারে তেলের সংকট তৈরি হয়েছে বলেও জানান তিনি।

রূপচাঁদা গ্রুপের প্রতিনিধি মো. দাবিরুল ইসলাম জানান, বাজারের চাহিদা ও জোগানের ওপর সরবরাহ নির্ভর করে। ভ্যাটজনিত সমস্যার কারণে ব্যবসায়ীরা কম আমদানি করেন। ফলে মজুত করা পণ্য দিয়েই তেল উৎপাদন করা হচ্ছে।

তেলের সংকট ও মূল্যবৃদ্ধি বাজার কৌশলের অংশ মন্তব্য করে মেঘনা গ্রুপের প্রতিনিধি মো. তাসলিম শাহরিয়ার জানান, রমজান মাস সামনে রেখে তেলের সরবরাহ ঠিক রাখতে তলব করা হয়েছে।

তবে তেলের দাম বাড়ার জন্য বৈশ্বিক বাজারকে দায়ী করেন তিনি।

প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘প্রত্যেক মিলে তেলের সরবরাহ আগের চেয়ে বেড়েছে। তবে ৫টি কোম্পানির কাছ থেকে পাওয়া ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট নই। তাই অধিকতর শুনানির জন্য তাদের (কোম্পানিগুলোর প্রতিনিধিকে) আগামী বুধবার আবারও ডেকেছি।’

তিনি বলেন, দুই দফায় তদারকি চলাকালীন যেসব অনিয়ম পাওয়া গেছে, তা পুরোপুরি সংশোধন হয়নি। মূলত সে জন্যই তাদের কারণ দর্শানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন