আন্তর্জাতিক ডেস্ক :
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর সঙ্গে সঙ্গেই রাজা হয়েছেন ছেলে তৃতীয় চার্লস। তবে তাকে আনুষ্ঠানিকভাবে রাজা হিসেবে ঘোষণা করা হবে শনিবার (১০ সেপ্টেম্বর)। অনুষ্ঠানটি প্রথমবারের মতো টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। খবর বিবিসির।
রীতি অনুযায়ী রানির মৃত্যুর সঙ্গে সঙ্গেই সিংহাসনে আসীন হন তার পুত্র ও সিংহাসনের উত্তরাধিকারী চার্লস। এতদিন তিনি ছিলেন প্রিন্স অব ওয়েলস। লন্ডনের সেন্ট জেমসেস প্রাসাদে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে রাজা বলে ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে। অ্যাকসেশন কাউন্সিল নামে একটি আনুষ্ঠানিক পরিষদের সামনে এ অনুষ্ঠান হবে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। এদিন তার স্বাস্থ্য নিয়ে চিকিৎসকরা উদ্বেগ জানানোর পর পুরো রাজপরিবার স্কটল্যান্ডের ওই প্রাসাদে জড়ো হয়েছিল।
রানি এলিজাবেথ ১৯৫২ সালে সিংহাসনে আসীন হন। এরপর ৭০ বছরের রাজত্বে বিশাল সামাজিক পরিবর্তনের সাক্ষী হয়েছিলেন তিনি। তার বড় ছেলে ৭৩ বছর বয়স্ক রাজা তৃতীয় চার্লস নাম গ্রহণ করেছেন এবং তিনি এখন ১৪টি কমনওয়েলথ রাষ্ট্রেরও প্রধান।
মায়ের মৃত্যুতে রাজা চার্লস এক বিবৃতিতে বলেছেন, মায়ের মৃত্যু তার জন্য এক ‘বড় দুঃখের মুহূর্ত।’ তার ভাষায়, ‘একজন প্রিয় রানি এবং প্রিয়তম মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমি জানি সারা দেশ, রাজ্য ও কমনওয়েলথ, এবং সারা বিশ্বের অগণিত মানুষ তার মৃত্যুকে গভীরভাবে অনুভব করবেন।’
তিনি আরও বলেন, প্রয়াত রানির প্রতি যে সম্মান এবং গভীর স্নেহ রয়েছে এই শোক ও পরিবর্তনের সময়কালে সেটা তাকে ও তার পরিবারকে সান্ত্বনা দেবে ও শক্তি যোগাবে।
রাজপরিবার এখন শোক পালন করছে এবং রাজা তৃতীয় চার্লস ইতোমধ্যে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদ থেকে লন্ডনে ফিরে এসেছেন। এদিকে রানির প্রতি শ্রদ্ধা জানাতে ব্রিটিশ পার্লামেন্টের এক বিশেষ অধিবেশন শুরু হয়েছে।
রাজা তৃতীয় চার্লস থাকবেন বাকিংহাম প্রাসাদে
রাজা চার্লস এবং রাজপত্নী বাকিংহাম প্রাসাদে উঠবেন বলে মনে করা হচ্ছে। এর আগে তারা লন্ডনের ক্ল্যারেন্স হাউস এবং গ্লস্টারশায়ারের হাইগ্রোভে থাকতেন। প্রয়াত রানির জন্য শোক পালন শেষে নতুন রাজার আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠান হবে।
এতে অ্যাংলিকান খ্রিস্টধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠানের পর চার্চ অব ইংল্যান্ডের আধ্যত্মিক প্রধান আর্চবিশপ অব ক্যান্টারবারি নতুন রাজার পাথায় রাজমুকুট পরিয়ে দেবেন । সোনার তৈরি এ মুকুট ১৬৬১ সালে তৈরি এবং শুধু অভিষেকের সময়ই রাজা এই মুকুট পরেন।
তার পুত্র যুবরাজ উইলিয়াম এবং তার স্ত্রী ক্যাথরিন সম্প্রতি লন্ডনের কেনসিংটন প্রাসাদ ছেড়ে রানির উইন্ডসর প্রাসাদের অ্যাডিলেইড কটেজে থাকছেন।