হোম অন্যান্যসারাদেশ চামড়ার মূল্য বৃদ্ধি ও কওমি মাদ্রাসাগুলো খুলে দেয়ার দাবি আলেমদের

চামড়ার মূল্য বৃদ্ধি ও কওমি মাদ্রাসাগুলো খুলে দেয়ার দাবি আলেমদের

কর্তৃক
০ মন্তব্য 134 ভিউজ

খুলনা অফিস:
কোরবানরি পশুর চামড়ার মূল্য বৃদ্ধি ও কওমি মাদ্রাসাগুলো খুলে দেয়ার দাবিতে খুলনায় মানবন্ধন করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরষিদ খুলনা মহানগর শাখা। গতকাল বুধবার দুপুরে নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরষিদরে নগর সভাপতি মুফতি গোলামুর রহমানরে সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, কোরবানরি পশুর চামড়া গরীব ও ইয়াতিমদের হক। কিন্তু চামড়ার দাম কমিয়ে মাদ্রাসা ও র্ধমীয় প্রতষ্ঠিানগুলোকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। তারা অবিলম্বে কওমী মাদ্রাসা খুলে দেওয়া এবং চামড়ার মূল্য বৃদ্ধির দাবি জানান।

মানববন্ধনে উপস্থতি ছিলেন আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, মুফতী আলী আহমাদ, মুফতী মানজুর আহমাদ, মুফতী ফখরুল হাসান কাসমেী, মুফতী জাকরি হুসাইন, মাওলানা ফজলুল কাদরে, মুফতী মাসুম বল্লিাহ, মাওলানা আবুল হাসান, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা কাওছার আলী, মুফতী ইমরান বনি হুসাইন প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন