বাণিজ্য ডেস্ক :
বর্তমানে চামড়াশিল্প থেকে দেশে এক বিলিয়ন ডলারের মতো রফতানি আয় আসছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ২০৩০ সাল নাগাদ এ আয় ১০ বিলিয়ন ডলারের পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের এ সক্ষমতা আছে।
বুধবার (৭ ডিসেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী চামড়াশিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী লেদারটেক বাংলাদেশ-২০২২-এর অষ্টম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
এ সময় তিনি বলেন, ‘আমি মনে করি, একসময় বাংলাদেশের পোশাকশিল্পকে ছাড়িয়ে যাবে চামড়া শিল্প। তবে এর জন্য আমাদের পর্যাপ্ত বিনিয়োগ দরকার। আমরা বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের চামড়াশিল্পে বিনিয়োগের জন্য অনুরোধ করছি। পর্যাপ্ত বিনিয়োগ পেলে দেশের চামড়াশিল্প স্বল্প সময়ের মধ্যে বিকশিত হতে সক্ষম।’
চীনের জিরো কোভিড নীতি ও ভিয়েতনামে করোনার কারণে বিক্রেতাদের চোখ এখন বাংলাদেশের দিকে মন্তব্য করে তিনি বলেন, ‘আমাদের এ সুযোগ কাজে লাগাতে হবে। বাংলাদেশের চামড়াশিল্প সম্প্রসারণের সব ধরনের সক্ষমতা আছে।’
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাদুকা প্রস্তুত কারক সমিতির (বিপিপিএস) সভাপতি হাজি মো. শাহীন খান, ইন্ডিয়ান ফুটওয়্যার কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (ইফকোমা) ব্যবস্থাপনা কমিটির সদস্য এরিক ইল্লিক, বাংলাদেশ টেনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহীন আহমেদ, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুরসহ অনেকে।
লেদারটেক বাংলাদেশ-২০২২ আয়োজনের প্রধান পৃষ্ঠপোষকতা করছে লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি)। এ ছাড়া অন্যান্য পৃষ্ঠপোষকের মধ্যে রয়েছে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ), বাংলাদেশ টেনারস অ্যাসোসিয়েশন (বিটিএ), বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি (বিপিপিএস)।
৯ ডিসেম্বর পর্যন্ত চলা তিন দিনব্যাপী এ ট্রেড শো-তে ১০টি দেশের ২০০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে বিভিন্ন কোম্পানির চামড়া ও চামড়াজাত পণ্যসহ সংশ্লিষ্ট নানা পণ্যের প্রদর্শনী চলবে। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
