হোম অন্যান্য চাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অভিযোগ ছাত্রশিবিরের

চাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অভিযোগ ছাত্রশিবিরের

কর্তৃক Editor
০ মন্তব্য 34 ভিউজ

নিউজ ডেস্ক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন পেছানোর চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছে ইসলামী ছাত্রশিবির। বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ আলী।

তিনি বলেন, দীর্ঘ ৩৬ বছর পর চাকসু নির্বাচনের তফসিল ঘোষণায় শিক্ষার্থীদের মধ্যে উদ্দীপনা তৈরি হলেও একটি পক্ষ তা বানচালের চেষ্টা করছে। সম্প্রতি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, উসকানিদাতা ওই পক্ষই নির্বাচন ভণ্ডুল করতে সক্রিয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন মোহাম্মদ আলী। তিনি অভিযোগ করেন, প্রশাসন আলোচনা ছাড়াই ভোটার ও প্রার্থীর বয়সসীমা তুলে দিয়েছে, নিজেদের মতো করে গঠনতন্ত্র সংশোধন করেছে এবং উপাচার্যকে একচ্ছত্র ক্ষমতা দিয়েছে। এতে নির্বাচিত প্রতিনিধিদের কার্যক্রম ব্যাহত হবে বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সংশ্লিষ্ট সম্পাদকদের ক্ষমতা বাড়ানোর দাবি জানান।

নির্বাচন কমিশনে থাকা বেশির ভাগ শিক্ষক একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করে শিবির সভাপতি বলেন, কমিশনে নিয়োগ পাওয়া ৬০ শতাংশ সদস্য বিশেষ একটি সংগঠনের, যা প্রশাসনের পক্ষপাতিত্বকে প্রমাণ করে।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ছাত্রলীগের সন্ত্রাসীরা শাস্তি না পেয়ে ক্যাম্পাসে অবাধে চলাফেরা করছে। বহিষ্কৃত শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়াও প্রশাসনের দ্বৈত আচরণের উদাহরণ বলে দাবি করেন শিবির নেতা।

সম্প্রতি গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনা করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা গেলে নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজন সম্ভব। শিবিরের দাবি, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশকে শক্তিশালী করবে।

ডাকসুর মতো চাকসু নির্বাচনে তারাও বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করে মোহাম্মদ আলী বলেন, কোনো ষড়যন্ত্র হলে প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

সংবাদ সম্মেলনে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ সঞ্চালনা করেন। এতে চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইব্রাহীম হোসেন রণি, শাখার প্রচার সম্পাদক ইসহাক ভূঞা, শিক্ষা সম্পাদক মোনায়েম শরীফ, সোহরাওয়ার্দী হল সভাপতি আবরার ফারাবী প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন