স্পোর্টস ডেস্ক :
সবকিছু ঠিকঠাকই চলছিল। লিগ ওয়ানে জয়ের স্বস্তি নিয়ে বড়দিনের ছুটির প্রস্তুতি নিচ্ছিল সবাই। এমন সময়ে বড় দুঃসংবাদ পেলেন প্যারিসের ক্লাব পিএসজির কোচ টমাস তুখেল। জার্মানির এই কোচকে বরখাস্ত করেছে পিএসজি।
গত বুধবার রাতে স্টাসবুরকে ৪-০ গোলে হারায় পিএসজি। গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, জয়ের পর দিন তুখেলের সঙ্গে চুক্তি বাতিল করল পিএসজি।
লিগ ওয়ানে নতুন মৌসুমটা তেমন ভালো যাচ্ছে না পিএসজির। শেষ সাত ম্যাচে মাত্র তিনটিতে জিতেছে ফরাসি চ্যাম্পিয়ানরা। হেরেছে দুটিতে, বাকি দুটিতে ড্র। মোট ১৭ ম্যাচে ১১ জয়ে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় নম্বরে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ানরা।
সময়টা খারাপ যাচ্ছিল চ্যাম্পিয়ানস লিগেও। গত আসরে ফাইনাল খেলা পিএসজি চ্যাম্পিয়নস লিগে প্রথম তিন রাউন্ডে দুইবার হারে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইস্তানবুল বাসাকসেহিরকে উড়িয়ে শেষ ষোলো নিশ্চিত করে প্যারিসের ক্লাবটি। তাই নতুন বছর শুরুর আগে ছয় মাসের চুক্তি বাকি থাকতেই তুখেলকে বাদ দিল পিএসজি।
২০১৮ সালের মে মাসে পিএসজির দায়িত্ব নেন তুখেল। এই সময়ে দলটির হয়ে দুটি করে লিগ ওয়ান, ফরাসি কাপ ও ফরাসি লিগ কাপের শিরোপা জেতেন জার্মানির কোচ।
