হোম অর্থ ও বাণিজ্য চাকরি হারানোর শঙ্কায় মাইক্রোসফটের ১১ হাজার কর্মী

বাণিজ্য ডেস্ক :

মানবসম্পদ এবং প্রকৌশল বিভাগে বিভিন্ন পদে কয়েক হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে মাইক্রোসফ্ট কর্পোরেশন (এমএসএফটি.ও)। এতে চাকরি হারানোর শঙ্কায় কর্মীরা।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের বরাতে তথ্য জানা যায়।

বিশ্বব্যাপী অর্থনৈতিক টালমাটাল অবস্থার পরিপ্রেক্ষিতে বিগত কয়েক মাসে কর্মী ছাঁটাই করছে আন্তর্জাতিক কোম্পানিগুলো। একই পথে হেঁটেছে অ্যামাজন এবং মেটাসহ বিশ্বের বাঘা বাঘা প্রতিষ্ঠানগুলো।

এবার সেই পথেই হাঁটছে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। তাদের সাম্প্রতিক কার্যক্রম মার্কিন প্রযুক্তি খাতে চাকরি হ্রাসের ইঙ্গিত দিচ্ছে। এর আগে গত ২ বছরে একাধিকবার কর্মী ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি।

রিপোর্ট অনুসারে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত মাইক্রোসফটের ২ লাখ ২১ হাজার পূর্ণকালীন কর্মচারী ছিল। এর মধ্যে ১ লাখ ২২ হাজার ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে এবং ৯৯ হাজার ছিল আন্তর্জাতিক কর্মী।

সম্প্রতি বিশ্ববাজারে উইন্ডোজ এবং অন্যান্য নতুন ডিভাইসের বিক্রি কমে যায়। এর পরিপ্রেক্ষিতে মাইক্রোসফট ক্লাউড ইউনিট আজোয়ার উপর গুরুত্ব দিচ্ছে।

স্কাই নিউজ নিজস্ব সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মাইক্রোসফট প্রায় ১১ হজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। যা মোট কর্মীর ৫ শতাংশ।

ব্লুমবার্গ জানিয়েছে, মাইক্রোসফট কয়েকটি প্রকৌশল বিভাগে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। এতে প্রতিষ্ঠানটির এক-তৃতীয়াংশ কর্মীর কাজ হারানোর আশঙ্কা করে তারা। তবে এটি গত বছরের তুলনায় কয়েকগুন বেশি হবে।

এদিকে এ বিষয়ে মন্তব্য করতে নারাজ মাইক্রোসফট। তবে এর আগে গত বছরের জুলাইয়ে কর্মী ছাঁটাইয়ের আভাস দেয় মাইক্রোসফট।

অক্টেবরে নিউজ সাইট অ্যাক্সিওস জানায় ,মাইক্রোসফ্ট বিভিন্ন বিভাগে কর্মী ছাঁটাই করেছে। ১ হাজার এর কম কর্মী রয়েছে এমন বিভাগগুলোতে কর্মী ছাঁটাই করা হয়েছে বলে দাবি করে অ্যাক্সিওস। এমনকি বেশ কিছু বিভাগ বন্ধ করে দেয়া হয় বলে জানা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন