সংকল্প ডেস্ক:
চাকরি ছাড়ার ২ বছর পর প্রাক্তন ম্যানেজারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মিথ্যা অভিযোগ এনেছে কলারোয়া পল্লী কল্যান সঞ্চয় ও ঋণদান সমিতি কর্তৃপক্ষ। এঘটনায় প্রাক্তন ম্যানেজার বিপ্লব হোসেন কলারোয়া উপজেলার সমবায় অফিসার বরাবর অভিযোগ করেছেন।
কলারোয়া উপজেলার যুগীখালী গ্রামের আক্তারুজ্জামানের ছেলে বিপ্লব হোসেন উপজেলার সমবায় অফিসার বরাবর লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, তিনি ১৪-১১-২০১৮ তারিখে উক্ত সমবায় সমিতিতে কর্মরত ছিলেন। এরপর অন্যত্র চাকরি হওয়ায় ১৮-৯-২০২২ তারিখে সমিতির হিসাব-নিকাশ সমিতির কর্তৃপক্ষের নিকট বুঝিয়ে দিয়ে চাকরি থেকে পদত্যাগ করেন। কিন্তু বর্তমান সমিতির কর্মকর্তারা ঋণের টাকা আদায় করতে ব্যর্থ হয়ে তার বিরুদ্ধে মিথ্য অভিযোগ আনা হয়েছে। বিপ্লব হোসেন এঘটনায় উপজেলার সমবায় অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন।