রাজনীতি ডেস্ক:
নৈশভোজের আয়োজন করে প্রচারণা চালিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে করা শোকজের জবাব দিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম।
শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে জেলার সিনিয়র সহকারী জজ আদালতে উপস্থিত হয়ে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ এম সারওয়ার জাহানের কাছে তিনি লিখিত বক্তব্য দেন।
তথ্যটি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. আব্দুল মমিন ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম।
জানা যায়, আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নিজের আত্মপক্ষ সমর্থন করে লিখিত বক্তব্যে শোকজের জবাব দিয়েছেন সৈয়দ নজরুল ইসলাম।
মো. আব্দুল মমিন জানান, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ এম সারওয়ার জাহানের কাছে সশরীরে উপস্থিত হয়ে সৈয়দ নজরুল ইসলাম তার লিখিত বক্তব্য দাখিল করেছেন। নির্বাচনী অনুসন্ধান কমিটি তা তদন্ত সাপেক্ষে নির্বাচন কমিশন বরাবর পাঠাবেন।
শোকজের জবাব দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বতন্ত্র প্রার্থী ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম বলেন, নৈশভোজ করে আমার পক্ষে নির্বাচনী প্রচারণা করার বিষয়ে আমি কিছুই জানি না। এমনকি এসব অনুষ্ঠানে আমি বা আমার পরিবারের কোন সদস্যও উপস্থিত ছিলেন না। এসব বিষয়ে আমরা কোনভাবে সহযোগিতা বা অর্থায়ন করি না।
তিনি আরও বলেন, একটি কুচক্রী মহল আমাকে হেয় করতে ও আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এমন কাজ করেছে। আগামী ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের আগে আমরা কোন প্রচার-প্রচারণা করিনি এবং আগামীতেও করব না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন মেনে শতভাগ আচরণবিধি অনুসরণ করেই নির্বাচনের যাবতীয় কর্মকাণ্ড করব।
উল্লেখ্য, আচরণবিধি লঙ্ঘন করার বিষয়ে সৈয়দ নজরুল ইসলামকে বৃহস্পতিবার দুপুরে শোকজ দেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ এম সারওয়ার জাহান। গত ২ নভেম্বর সংসদ সদস্য পদে নির্বাচনে অংশ নেয়ার জন্য শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম।