রাজনীতি ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জ শহরে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বাসের ভেতরের অংশ পুড়ে ছাই হয়ে যায়।
সোমবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তুহিন পরিবহনের একটি বাসের ছাদে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরে পাশের আরও দুটি বাসে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে একটি দল আসে। পরে আরেকটি ইউনিট কাজ শুরু করে। দুটি ইউনিটের প্রচেষ্টায় আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। একটি বাসে পুরোপুরি আগুন লাগলেও সেখান থেকে আরও দুইটি বাসে আগুন ছড়িয়ে পড়ে। তবে পাশে থাকা দুটি বাসের তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
তুহিন পরিবহনের কাউন্টার মাস্টার মো. তারেক জানান, হঠাৎ দেখি গাড়িতে আগুন জ্বলছে। পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ওয়েল্ডিংয়ের কাজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন।
অগ্নিকাণ্ডের বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন বলেন, বাসের ছাদে ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়ে আগুনের সূত্রপাত হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রাথমিকভাবে এটি একটি দূর্ঘটনা হিসেবেই নেয়া হচ্ছে। বিষয়টি নাশকতার উদ্দেশ্যে করা হয়নি। তবুও তা খতিয়ে দেখা হচ্ছে।