হোম ফিচার চাঁদ দেখা যায়নি, শুক্রবার রোজা শুরু

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে, আগামী শুক্রবার (২৪ মার্চ) থেকে রোজা শুরু হচ্ছে। আজ বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (২১ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে দেশের আকাশে কোথাও পবিত্র রমজানের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়।

এদিকে, মঙ্গলবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার থেকে সেসব দেশের শুরু হবে রোজা। প্রথা অনুযায়ী, মধ্যপ্রাচ্যের রোজা শুরুর একদিন পর বাংলাদেশে রোজা শুরু হয়। স্বাভাবিকভাবে ধারণা করা হচ্ছিল, শুক্রবার থেকে বাংলাদেশ রোজা শুরু হতে পারে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন