হোম অন্যান্যসারাদেশ চাঁদার দাবিতে যশোর বিসিক শিল্পনগরীতে আনোয়ার জুট প্রোডাক্টস হামলা চালিয়েছে সন্ত্রাসীরা

যশোর অফিস:

চাঁদার দাবিতে যশোর বিসিক শিল্পনগরীতে আনোয়ার জুট প্রোডাক্টস হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। উপজেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্তি কমিটির আহবায়ক এম এম রবিউল ইসলামের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ৫জন জখম হয়েছে। তাদেরকেকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিষ্ঠানটি তালা মেরে বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা। শনিবার দুপুরে ওই শিল্প প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়। এ ঘটনায় যশোর কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

আহতরা হলেন, আনোয়ার জুট প্রোডাক্টস মালিক আনোয়ার হোসেন, কর্মচারী মিলন, জসিম, নয়ন ও বাপ্পি। এদের মধ্যে মিলন ও জসিমকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা প্রার্থমিক চিকিৎসা গ্রহণ করেছে।

অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন ধরে সদর উপজেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্তি কমিটির আহ্বায়ক এম এম রবিউল ইসলাম যশোর শিল্পনগরী বিসিকে চাঁদাবাজি চালিয়ে আসছে। ব্যবসায়ীরা ব্যবসার কথা মাথায় রেখে তার দাবিকৃত চাঁদা দিয়ে আসছিলো। তার বিরুদ্ধে ব্যবসায়ীরা বিভিন্ন সময় প্রশাসনের কাছে অভিযোগ দিলেও কোন কাজ হয়নি। উল্টো ব্যবসায়ীরা হয়রাণির শিকার হয়েছে। শনিবার রবিউলসহ ২০/২৫ জন সন্ত্রাসী ওই ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি করে। এসময় প্রতিষ্ঠানের মালিক আনোয়ার হোসেনের বুকে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেয়। এসময় কর্মচারীরা বাঁধা দিতে গেলে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। রক্তাক্ত হয় আনোয়র হোসেনসহ তার ৫ কর্মচারী। পরে তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

যশোর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন