হোম অন্যান্যসারাদেশ চাঁদার দাবিতে ডুমুরিয়ায় সাবেক ইউপি সদস্য ও ঘের ব্যবসায়ীকে কুপিয়ে জখম

চাঁদার দাবিতে ডুমুরিয়ায় সাবেক ইউপি সদস্য ও ঘের ব্যবসায়ীকে কুপিয়ে জখম

কর্তৃক
০ মন্তব্য 102 ভিউজ

খুলনা অফিস: 
ধার্ষ্যকৃত চাঁদা না পেয়ে, সন্ত্রসীরা সাবেক ইউপি সদস্য বিশিষ্ট ঘের ব্যবসায়ী ও স্থানীয় একটি বাজার কমিটির সাধারণ সম্পাদক অনুকুল মন্ডলকে (৫২) শুক্রবার রাতে একদল চিহ্নিত সন্ত্রাসী হাঁতুড়ি পিটা ও কুপিয়ে জখম করে নগত টাকা-স্বর্ণের চেইনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নের আমড়বুনিয়া বাজার এলাকায়। আহত অনুকুল খুলনা মেড়িকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় অনুকুলের স্ত্রী মিতা রানী মন্ডল বাদী হয়ে গতকাল শনিবার দুপুরে থানায় একটি অভিযোগ করেছে।
থানার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মাগুরখালী গ্রামের সাবেক ইউপি সদস্য ও বিশিষ্ট ঘের ব্যবসায়ী অনুকুল মন্ডল শুক্রবার রাতে তার ব্যবসা প্রতিষ্টান থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একই এলাকার আমড়বুনিয়া বাজারের কাছাকাছি পৌছালে ওই এলাকার এক সময়কার ত্রাস সজল ওরফে বাবু মন্ডল, শুভ মন্ডল, স্বপন মন্ডল, বাপী মন্ডলসহ ১০-১১ জনের একটি সংঘবদ্ধ দল অনুকুল মন্ডকে ঘিরে ফেলা হয়। এরপর তাকে হাঁতুড়ি পিটা ও দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। এ সময় সস্ত্রাসীরা অনুকুলের গলায় থাকা দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন, যার মুল্য ৯০ হাজার টাকা ও নগদ ৫ হাহার টাকা ছিনিয়ে নিয়ে যায়। অনুকুল স্থানীয় ইউনিয়ন আ’লীগের সদস্য বলে জানা গেছে।
ইাম প্রকাশ না করার শর্তে মাগরিরখালী ইউনিয়নের স্থানীয় একাধিক সাধারণ গ্রামবাসী, ব্যবসায়ী ও শিক্ষক অভিযোগ করে জানিয়েছেন, ওই সংঘবদ্ধ দলটি গত জোট সরকারের সময় এলাকায় একাধিক চিংড়ি ঘের লুট, চাঁদাবাজী, সাধারণ মানুষের নামে মিথ্যা পেন্ডিং মামলায় জড়িয়েছে হয়রানী করেছে। বর্তমান তারা ক্ষমতাশীন দলে ভিড়ে এলাকায় আবারও ত্রাস সৃষ্টি শুরু করছে।
আহত অনুকুল মন্ডলের স্ত্রী মিতা রানী মন্ডল অভিযোগ করে বলেছেন, ওরা এলাকার ত্রাস। বেশ কিছুদিন ধরে তারা তার স্বামীর কাছে চাঁদা দাবী করে আসছিলো। ধার্ষ্যকৃত চাঁদা না পেয়ে সন্ত্রসীরা তারা স্বামীকে শুক্রবার রাতে একা পেয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও বাম চোখ নষ্ট করে দিয়েছে। তাদের নামেই থানায় অভিযোগ করা হয়েছে।
ডুমুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম বিল্পব জানান, অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন