জাতীয় ডেস্ক :
চাঁদপুর শহরে ছিনতাই হওয়া স্বর্ণের চেইন, কানের দুল, আংটি ও নগদ টাকা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ঘটনার সঙ্গে জড়িত চার ছিনতাইকারীকেও আটক করা হয়। আটকরা হলেন মিঠু (২৭), শামীম (২৫), লাল চাঁন (১৯) এবং আরেকজন অজ্ঞাত।
রোববার( ৭ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপার (এসপি) মিলন মাহমুদ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান।
তিনি জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় আত্মগোপনে থাকা এ চার ছিনতাইকারীকে গোয়েন্দা পুলিশের পরিদর্শক এনামুল হক চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি স্বর্ণের চেইন, একজোড়া কানের দুল, চারটি আংটি এবং সাড়ে পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মিলন মাহমুদ আরও জানান, গত ২৪ জুলাই চাঁদপুর শহরে পুরানবাজারের ঘোষপাড়া এলাকার বাসিন্দা আদরী রানী চক্রবর্তীর এসব স্বর্ণালঙ্কার নিয়ে যায় এ ছিনতাইকারী দলের সদস্যরা।
এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হলে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে পরে ছিনতাইকারীদের অবস্থান নিশ্চিত করে। এক পর্যায়ে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ তাদের আটক করা হয়।
আটক ছিনতাইকারীদের গ্রেফতার দেখিয়ে রোববার বিকেলে চাঁদপুরের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
