হোম রাজনীতি চাঁদপুরের ২টি আসনে তরিকতের একক প্রার্থী, জোটের কাছে ১৩ আসন দাবি

রাজনীতি ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে তরিকত ফেডারেশন থেকে মনোনয়ন দেয়া হয়েছে ড. বাকীবিল্লাহ মিশকাতকে।

ড. বাকীবিল্লাহ মিশকাত তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব। তার বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রায়।

শনিবার (২৫ নভেম্বর) বিকেলে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী চাঁদপুর-৪ ও চাঁদপুর-৫ পৃথক ২টি আসনে দল থেকে মনোনীত প্রার্থী ড. বাকীবিল্লাহ মিশকাতের হাতে মনোনয়নপত্র তুলে দেন।

এ বিষয়ে ড. বাকীবিল্লাহ মিশকাত বলেন, আমরা তরিকত ফেডারেশন, আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করছি। জোট নেত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কাছে আমরা তরিকত ফেডারেশন থেকে ৩০০ আসনের মধ্যে ১৩টি আসন চেয়েছি।

তিনি আরও বলেন, চাঁদপুর-৪ ও চাঁদপুর-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে একাধিক প্রার্থী রয়েছে। এ দৃষ্টিকোণ থেকে আমরা এই ২টি আসন থেকে জোটের মনোনয়ন পাবো আশা করছি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন