হোম অন্যান্যসারাদেশ চলে গেলেন প্রবীন আ”লীগ নেতা আত্তাফ মোড়ল

নিজস্ব প্রতিনিধি :

হৃদরোগে আক্রান্ত হয়ে খলিষখালীতে প্রবীন আ”লীগ নেতা আত্তাফ মোড়লের (৭৬) মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহী ইনাহি রাজিউন)।

মঙ্গলবার ভোর রাতে খলিষখালী ইউনিয়নের দুধলী গ্রামের বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ৪ ছেলে১ মেয়ে সহ অসংখ্য গুনিগ্রাহী রেখে গেছেন । তিনি দীর্ঘদিন যাবত খলিষখালী ইউনিয়ন আ”লীগের সহ-সভাপতি দ্বায়িক্ত পালন করেছেন। আজ বাদ আসরে নামাযের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয় বলে পরিবারিক সুত্রে জানা যায়।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন