হোম ফিচার চলমান আন্দোলন জীবনের শেষ যুদ্ধ: গয়েশ্বর

রাজনীতি ডেস্ক:

সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে জীবনের শেষ যুদ্ধ হিসেবে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রোববার (২৭ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাসাস আয়োজিত আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, শেখ হাসিনার পতনই বিএনপির একমাত্র লক্ষ্য। গণতন্ত্র পুনরুদ্ধার না করে মরতেও চান না বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

নির্বাচন সামনে রেখে জমে উঠেছে রাজনৈতিক নেতাদের কথার লড়াই। রোববার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকীতে বিএনপি ও এর সহযোগী সংগঠন আয়োজিত আলোচনা সভায়ও ঘুরে ফিরে উঠে এলো আসন্ন নির্বাচন, সরকার তথা ক্ষমতাসীন আওয়ামী লীগকে হঠানোর প্রসঙ্গ।

গয়েশ্বর বলেন, শেখ হাসিনার পতন না দেখে পোস্তাগোলার চিতায় উঠতে চাই না। গণতন্ত্র পুনরুদ্ধার না করে মরতে চাই না।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ যা করছে তা করবে না। জিয়াউর রহমানের আদর্শ নিয়ে দেশ পরিচালনা করা হবে। যেখানে সবার জবাবদিহিতা থাকবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন