হোম আন্তর্জাতিক চলন্ত গাড়ির ছাদে ঘনিষ্ঠ যুগল, খুঁজছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক :

দুনিয়ার বিভিন্ন প্রান্তে যুগলরা নিজেদের প্রেমের গভীরতা প্রকাশে নানা ধরনের কর্মকাণ্ড করে থাকেন। ভারতও এর বাইরে নয়। কিছু দিন আগে স্কুটিতে মুখোমুখি বসে ঘনিষ্ঠ হয়েছিলেন এক যুগল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিও নিয়ে কম চর্চা হয়নি। তার রেশ কাটতে না কাটতেই এবার গাড়ির ছাদে ঘনিষ্ঠ হতে দেখা গেল আরেক যুগলকে।

সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ টুডের খবর, এবারের ঘটনাস্থল ভারতের উত্তর প্রদেশ রাজ্যের প্রাচীন শহর লখনৌ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি থেকে দেখা গেছে, গাড়ির ছাদে উঠে প্রেমে মজে রয়েছেন যুবক-যুবতী।

ভিডিও থেকে দেখা গেছে, রাতের শহরে ফাঁকা রাস্তায় ছুটে চলেছে একটি প্রাইভেট কার। তার ছাদে উঠে বসে রয়েছেন যুগল। ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে তাদের। রাস্তা থেকেই কেউ তাদের এই প্রেমময় কীর্তি ক্যামেরাবন্দি করেছেন। ভিডিওতে ওই যুগলের মুখ দেখা যায়নি।

এদিকে, লখনৌ পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। যুগলকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে তারা। তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

এর আগে, গত সপ্তাহে আরও একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছিল, চলন্ত স্কুটিতে মুখোমুখি বসে রয়েছেন যুগল। একে অপরকে জড়িয়ে ধরে চুমু বিনিময় করছেন তারা। পরে অবশ্যই বেপরোয়া গতিতে স্কুটি চালানোর অভিযোগে গ্রেফতার করা হয় স্কুটিচালক ওই যুবককে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন