জাতীয় ডেস্ক:
ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) চলতি বছর দেশে ৫ লাখ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
সোমবার (১০ জুলাই) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে বিজিএমইএর উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ফারুক হাসান বলেন, ‘বিজিএমইএ বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছি। চলতি বছরে আমরা ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় এসব গাছ লাগাবো বলে সিদ্ধান্ত নিয়েছি। আগামী বছর দেশব্যাপী আরও ৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা আমাদের আছে।’
বিজিএমইএ সভাপতি বলেন, সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি বৃক্ষরোপণে ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি উদ্যোগী হতে হবে। প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায়ও বৃক্ষরোপণের বিকল্প নেই।
গাছ লাগানোর এখনই (জুলাই-আগষ্ট) উপযুক্ত সময় উল্লেখ করে ফারুক হাসান বলেন, দেশের ছোট-বড় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, রেললাইন ও সড়কের পাশে, সরকারি ও বেসরকারি অফিস, রাস্তার দুই পাশে পতিত ও খাসজমিতে, উপকূলীয় এলাকায়, গৃহস্থালির আঙিনায় ও বাড়ির ছাদসহ অন্যান্য জায়গায় ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানোর ব্যাপক সুযোগ আছে। এ সুযোগ কাজে লাগাতে হবে।
ফারুক হাসান বলেন, ‘আমরা বিশেষ বিশেষ দিনকে উপলক্ষ করে, যেমন নিজের জন্মদিনে, সন্তানের জন্মদিনে, সন্তানের প্রথম স্কুলে যাওয়ার দিনে, বিবাহবার্ষিকীতে, বিখ্যাত ব্যক্তিদের নামে, পরিবারের প্রত্যেক সদস্যের নামে গাছ লাগাতে পারি।’
আমরা প্রায়ই বিশ্ব গণমাধ্যমে দেখছি, ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে সময়ে-অসময়ে বন্যা, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঘনঘন অতিমাত্রার বজ্রপাত, আগুনে পুড়ে বন উজাড় হয়ে যাওয়া, কার্বন- ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়া, বিশ্বে উষ্ণতা বৃদ্ধিজনিত কারণে উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলে বরফ গলে যাওয়া প্রভৃতি কারণে পৃথিবীর বহু অঞ্চল পানিতে ডুবে যাচ্ছে এবং মানুষ বাস্তুভিটা হারিয়ে গৃহহীন হচ্ছে। শুধু বাংলাদেশই নয়, জলবায়ু পরিবর্তনের কারণে আরও বহু দেশ চরম মূল্য দিতে শুরু করেছে।
তিনি বলেন, পৃথিবী একটি চরম প্রাকৃতিক বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এ বিপর্যয়কে ত্বরান্বিত করছে অবাধে গাছপালা কেটে ফেলা, অযাচিতভাবে বন উজাড় করা। এই প্রেক্ষাপটে পরিবেশ ও ধরনীকে বাঁচাতে বিজিএমইএ বৃক্ষরোপণ বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি ও জনসাধারণকে উদ্বুদ্ধ করার জন্য সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে।
ফারুক হাসান আরও বলেন, ‘আসুন আমরা প্রত্যেকে হয়ে উঠি বৃক্ষপ্রেমিক। কর্মস্থল, বাসস্থান, আঙিনা, ছাদ, সড়কসহ অফিস-আদালতের যেখানে পরিত্যক্ত জায়গা আছে, সেখানেই গাছ লাগাই। বেশি বেশি গাছ লাগিয়ে পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী রচনা করি।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ও বিজিএমইএ’র বিভিন্ন স্তরের কর্মকর্তারা এবং কর্মসূচির সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।